Must Visit Places In Darjeeling: বাঙালির প্রিয় দার্জিলিংয়ের এই জায়গাগুলো না ঘুরলে কিন্তু আফশোস হবে, দেখে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Darjeeling Visiting Places: দার্জিলিং বেড়াতে গেলে এই জায়গাগুলোয় একবার যেতেই হবে। দেখে নিন।
দার্জিলিং গেলে অবশ্যই দেখতে হবে টাইগার হিল থেকে সূর্যোদয়।
বাতাসিয়া লুপ। দার্জিলিংয়ে পর্যটকদের অন্যতম প্রিয় জায়গা।
হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট। ১৯৫৪ সালে স্থাপিত এটি।advertisement
পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্ক। রেড পান্ডা ও স্নো লেপার্ডের দেখা মেলে এখানে।advertisement
পিস প্যাগোডা। দুধ সাদা এই স্থাপত্য দেখার মতো।
ঘুম মনেস্ট্রি। এটি বহু প্রাচীন একটি গুম্ফা। ১৮৫০ সালে স্থাপিত।advertisement
রক গার্ডেন। চারপাশে সবুজ আর একটি অসাধারণ জলপ্রপাত দেখার মতো।
নাইটিঙ্গল পার্ক। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ।
মহাকাল মন্দির। অনেকেই দার্জিলিংয়ের এই মন্দিরে পুজো দেন।advertisement
ম্যাল। সারা বছরই এই চৌরাস্তায় কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দার্জিলিংয়ের সব থেকে জমজমাট জায়গা।কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Apr 07, 2022 5:51 PM IST







