Mobile Phone and Kid: মোবাইলে আসক্তি চরমে, বাবা খাওয়ার সময়ে খেলতে দিল না গেম, ১৫ বছর বয়সের ছেলে যা করল

Last Updated:

Mobile Phone and Kid: খাওয়ার সময় মোবাইলে গেম খেলতে দিল না মা! এরপরেই ছেলে যা করল

বাড়ি ছাড়ল ছেলে চিন্তায় বাবা-মা
বাড়ি ছাড়ল ছেলে চিন্তায় বাবা-মা
শিলিগুড়ি: মোবাইলে গেম খেলতে না দেওয়াটাই যেন কাল হলো বাবা মায়ের। বর্তমান সমাজে হাতে মোবাইল না পেলে যেন মেজাজ হারায় সকলেই। ছোট থেকে বড় সকলের হাতেই মোবাইল যেন ও বর্তমানে ট্রেন্ডিং। খেতে বসা, ঘুরতে যাওয়া থেকে শুরু করে পড়াশোনা মোবাইল যেন সবসময় এর সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এই সঙ্গী যতটা ভাল হতে পারে ঠিক ততটাই খারাপ। খাওয়ার সময় ছেলেকে মোবাইল দেয়নি বাবা সেই রাগে বাড়ি ছাড়ল ছোট ছেলে। এই ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের আমবাড়ী এলাকায়।
জানাগেছে সারাক্ষণ মোবাইল গেমের নেশায় ডুবে থাকতো বছর ১৫ অভিজিৎ। খেতে বসেও ফোন চাই তার। রাতে খাওয়ার সময় বাবার থেকে ফোন চাইলে বাবা তাকে ফোন দিতে অস্বীকার করে।এই রাগেই খাবার ভাত ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে যায় অভিজিৎ।তখন থেকে সে আর বাড়ি ফিরে আসেনি।এদিকে ছেলের চিন্তায় খাওয়া-দাওয়া ছেড়েছেন বাবা-মা সহ বাড়ির সকলেই।
advertisement
advertisement
রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা মহামায়া কলোনির বাসিন্দা গনেস রায়ের ছোট ছেলে অভিজিৎ। এই বিষয়ে ভোরের আলো থানায় নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ করেন পরিবারের লোকেরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ভোরের আলো থানার পুলিশ।
advertisement
নিখোঁজ অভিজিতের মা জানায় ছেলে অভিজিৎ সব সময় মোবাইলে গেম খেলত। গতকাল রাতে খাবার খেতে বসার আগে বাবার মোবাইল চাইলে মোবাইল না দেওয়ার রাগে জামাকাপড় ব্যাগে ভরে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার পর থেকে বন্ধু ও আত্মীয়-স্বজনের বাড়ি খোঁজ করলেও অভিজিতের কোন সন্ধান পাওয়া যায়নি।
Sujoy Ghosh
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mobile Phone and Kid: মোবাইলে আসক্তি চরমে, বাবা খাওয়ার সময়ে খেলতে দিল না গেম, ১৫ বছর বয়সের ছেলে যা করল
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement