Tragic Death of Boy: মর্মান্তিক! পুজো দিতে গিয়ে ভয়ানক দুর্ঘটনা, হাসপাতালে গিয়ে যা ঘটল, অকল্পনীয়! বাঁচানো গেল না ছোট্ট ছেলেকে
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
Tragic Death of Boy: টোটোর ধাক্কায় গুরুতর জখম হয়ে মৃত্যু হল নয় বছরের নাবালকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামে। পুলিশ সূত্রে খবর, ওই নাবালকের বাড়ি বালুরঘাটের রঘুনাথপুরে।
দক্ষিণ দিনাজপুর: শ্রাবণের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালতে গিয়ে টোটোর ধাক্কায় গুরুতর জখম হয়ে মৃত্যু হল নয় বছরের নাবালকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামে। পুলিশ সূত্রে খবর, ওই নাবালকের বাড়ি বালুরঘাটের রঘুনাথপুরে।
ওই নাবালক পরিবারের লোকেদের সঙ্গে পতিরাম শিবমন্দিরে জল ঢালতে যাচ্ছিল। সেই সময় পেছন থেকে একটি টোটো এসে সজোরে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হয় ওই নাবালক। এরপরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এরপর ওই বালককে উদ্ধার করে আনা হয় বালুরঘাট জেলা হাসপাতালে। অভিযোগ, জখম নাবালককে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হলেও দু’ঘণ্টা ধরে চিকিৎসক আসেননি। ফলে মৃত্যু হয় ওই নাবালকের।
advertisement
advertisement
এবিষয়ে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ বলেন, “রোগীর অবস্থা খারাপ ছিল। তবে দায়িত্বে থাকা চিকিৎসক দেরিতে এসেছিলেন। তিনি অভিযোগ পেয়েছেন, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। একটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত করে দেখা হবে।”
advertisement
অবশেষে মৃত্যুর প্রায় ঘণ্টা তিনেক পর হাসপাতাল ঘোষণা করে। এরই প্রতিবাদে সার্জিক্যাল ওয়ার্ডে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা-সহ বিশাল পুলিশ বাহিনী। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 12, 2024 5:44 PM IST