Table Tennis: শিশু সুলভ মনকে ধরে রাখতে অভিনব উদ্যোগ! টেবিল টেনিস প্রতিযোগীদের পাশে মান্তু ঘোষ
- Reported by:SUSMITA GOSWAMI
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
Balurghat- রাজ্য স্তরে টেবিল টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করবার পাশাপাশি ক্ষুদে টেবিল টেনিস খেলোয়াড়দের উজ্জীবিত করতে বালুরঘাটে কমনওয়েলথ গেমস এর পদকজয়ী মান্তু ঘোষ।
দক্ষিণ দিনাজপুর : রাজ্য স্তরে টেবিল টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করবার পাশাপাশি ক্ষুদে টেবিল টেনিস খেলোয়াড়দের উজ্জীবিত করতে বালুরঘাটে এলেন টেবিল টেনিস তারকা তথা কমনওয়েলথ গেমস এর পদকজয়ী মান্তু ঘোষ।
ত্রিধারা ক্লাবে রাজ্য পর্যায়ের টেবিল প্রতিযোগিতায় এসে টেবিল টেনিস খেলায় কিভাবে উত্তরণ সম্ভব তা তিনি সকলের সামনে তুলে ধরেন। ক্ষুদে খেলোয়াড়দের যেভাবে অতি আগ্রহ দেখা যাচ্ছে, তাতে আগামিদিনে বালুরঘাট থেকে আরও বড় মাপের খেলোয়াড় উঠে আসার সম্ভাবনা রয়েছে।
মূলত, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন ও দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ও বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এই খেলা শুরু হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন- এত সুস্বাদু সুগন্ধি আম যে দেখলেই জিভে জল! ২৪ ঘণ্টা খোলা রাখতে হচ্ছে ‘ফলের রাজা’র বাজার!
ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা যায়, অল বেঙ্গল স্টেট রাঙ্কিং দক্ষিণ দিনাজপুর টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় মোট ১২টি ইভেন্টে প্রায় ৪০০ জন প্রতিযোগী থাকবে। আগামী ৬ দিন এই টুর্নামেন্ট চলবে। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু ক্ষুদে খেলোয়াড়দের উপস্থিতি লক্ষ্য করা যায়।
advertisement
টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ বলেন, “চাপমুক্ত হতে খেলাধুলো অত্যন্ত জরুরি। পড়াশোনার পাশাপাশি ব্যালেন্স করে খেলতে হবে। এখন নতুন নতুন বহু ক্লাব এই খেলার সঙ্গে যুক্ত হচ্ছে। ক্রমশ খেলোয়াড়ের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। আজ এক নতুন জায়গায় টুর্নামেন্ট শুরু হল। ত্রিধারা ক্লাব ব্যাডমিন্টন কোচিং করায় টেবিল টেনিসও যুক্ত হল।”
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 11, 2025 7:32 PM IST








