Lightning Strike: বজ্রাঘাতে ম্যাক্সওয়েলের মৃত্যু, গুরুতর আহত আরও ৩! পুজোর আবহে শোকের ছায়া
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Lightning Strike: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাতির উপদ্রব থেকে ধান রক্ষার জন্য রাতে তাঁরা জমি পাহারা দিচ্ছিলেন। ঠিক সেই সময় আচমকা প্রবল বজ্রপাত হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান ম্যাক্সওয়েল
জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ বজ্রপাতে প্রাণ গেল ম্যাক্সওয়েলের। আহতের সংখ্যা ৩। বজ্রপাতের জেরে ডুয়ার্সে ফের মৃত্যু। রাতে প্রবল ঝড়বৃষ্টির মাঝে ওদলাবাড়ি চা বাগানের বাবুজোত লাইনে বজ্রাঘাতে প্রাণ হারালেন ম্যাক্সওয়েল ওরাওঁ। গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাতির উপদ্রব থেকে ধান রক্ষার জন্য ওই রাতে তাঁরা জমি পাহারা দিচ্ছিলেন। ঠিক সেই সময় আচমকাই প্রবল বজ্রপাত হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান ম্যাক্সওয়েল। বাকিদের তড়িঘড়ি উদ্ধার করে মাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে।
আরও পড়ুনঃ ৭ লক্ষ দেশলাই কাঠিতে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা! অবাক করা প্রতিমা দেখার অপেক্ষায় ব্যারাকপুর
দুর্গাপুজোর প্রাক্কালে এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার-পরিজন ও সহকর্মীদের চোখে জল এনে দিয়েছে ম্যাক্সওয়েলের এই অকালমৃত্যু। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অসহায় কৃষক পরিবারে নেমে এসেছে দুঃখ ও আতঙ্ক। প্রকৃতির এই খামখেয়ালি রোষ যেন উৎসবের আগে গাঢ় করল অন্ধকার!
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দা সুজন ওঁরাও বলেন, একদিকে হাতির আতঙ্কে কৃষিজমিকে বাঁচিয়ে রাখতে পাহারা দিতে হয়। সেই পাহারা দিতে গিয়েই আজ প্রাণ দিতে হল। যদি কিছু সরকারি সাহায্য পাওয়া যেত, তাহলে এই পরিবারের সুবিধা হত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 24, 2025 8:46 AM IST