Mangpoo Court: মংপু আদালতের বিচারকের মন্তব্যে ক্ষুব্ধ দার্জিলিং-কালিম্পংয়ের আইনজীবীরা!

Last Updated:

"নেপালি ভাষা নেপালের, আপনারা এখানে নেপালিতে কথা বলবেন না" মংপু আদালতের বিচারকের এই মন্তব্যে ক্ষুব্ধ দার্জিলিং এবং কালিম্পংয়ের আইনজীবীরা। ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার থেকে ৩ দিন পাহাড়ের সব আদালতেই কর্ম বিরতি পালন করে আইনজীবীরা।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
দার্জিলিং: “নেপালি ভাষা নেপালের, আপনারা এখানে নেপালিতে কথা বলবেন না” মংপু আদালতের বিচারকের এই মন্তব্যে ক্ষুব্ধ দার্জিলিং এবং কালিম্পংয়ের আইনজীবীরা। ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার থেকে ৩ দিন পাহাড়ের সব আদালতেই কর্ম বিরতি পালন করে আইনজীবীরা। ঘটনায় অবিলম্বে ওই বিচারককে তার পথ থেকে অপসারণ করার দাবি তোলা হয়। পাহাড়ের রাজনৈতিক দলগুলিও সরব হয়।
জিটিএ’র চিফ অনীত থাপা রাজ্যের আইনমন্ত্রীকে চিঠি লিখে হস্তক্ষেপ দাবী করেন। অভিযোগ কিছুদিন আগে মংপু আদালত চত্বরে স্থানীয় আইনজীবীরা তাদের নিজেদের ভাষায় কথা বলছিলেন। সেই সময় ওই বিচারক তাদের নেপালি ভাষায় কথা বলতে না বলেন।
advertisement
advertisement
ঘটনার পর দার্জিলিংয়ের জেলা বিচারক হস্তক্ষেপ করেন। ডাকা হয় মংপুর বিচারককেও। সেখানে মৌখিকভাবে তিনি ভুল স্বীকার করে ক্ষমা চান। কিন্তু পাহাড়ের আইনজীবীরা দাবী করেন, লিখিতভাবে দিতে হবে। গতকাল লিখিতভাবে নি:শর্ত ক্ষমা চেয়ে চিঠি দেন সংশ্লিষ্ট বিচারক। পাহাড়ের সংবিধান স্বীকৃত ভাষা নেপালি। পাহাড়ের আইনজীবীরা ওই বিচারকের অপসারনের দাবীতে অনড়। আজ মংপু আদালতে যাননি। ছুটিতে আছেন বলে জানান দার্জিলিং বার এসোসিয়েশনের সভাপতি।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mangpoo Court: মংপু আদালতের বিচারকের মন্তব্যে ক্ষুব্ধ দার্জিলিং-কালিম্পংয়ের আইনজীবীরা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement