Mamata Banerjee: নজরে ২০২৪! মমতা বন্দ্যোপাধ্যায়ের 'মাস্টার স্ট্রোক' উত্তরবঙ্গে! জলপাইগুড়িতে বড় ঘোষণা? চর্চা তুঙ্গে
- Published by:Sanjukta Sarkar
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee: এদিন দুপুর ১২টা নাগাদ জলপাইগুড়ির বানারহাটে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।
জলপাইগুড়ি: নজরে লোকসভা নির্বাচন। ২০২৪ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই পাহাড়ের জন্য একগুচ্ছ প্রকল্প ও কর্মসূচির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিটিএর জন্য একগুচ্ছ সুবিধার কথা কার্শিয়াং থেকেই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নজরে উত্তরবঙ্গের আরও এক জেলা জলপাইগুড়ি।
২০১৯ এর লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছিল। যদিও ২০২১ এর বিধানসভা নির্বাচনে এই জেলায় উল্লেখযোগ্য ভাল ফল করেছিল শাসক দল। কিন্তু এবার ২০২৪ এর লোকসভা নির্বাচনে ২০১৯ এর ব্যর্থতা কাটিয়ে আরও ভাল ফল করতে চায় শাসক দল। কার্যত উত্তরবঙ্গই এবার টার্গেট খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
advertisement
advertisement
সোমবার জলপাইগুড়ির বানারহাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি অনুষ্ঠানে যোগ দেবেন। একাধিক সরকারি পরিষেবা তুলে দেওয়ার পাশাপাশি জমির পাট্টাও তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাকে মাস্টার্স স্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক মহল।
রবিবার আলিপুরদুয়ারের মঞ্চ থেকে বন্ধ হওয়া চা বাগানের শ্রমিকদের জন্য মাসে দেড় হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণার পাশাপাশি চা বলয়ের জন্য আরও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকটি প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী নিজেও জানিয়েছিলেন উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের জন্য জমির পাট্টা ইতিমধ্যেই প্রস্তুত হয়ে রয়েছে।
advertisement
গতকাল আলিপুরদুয়ার থেকে জমির পাট্টা তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই জমির পাট্টা তুলে দেওয়ার মাধ্যমে দীর্ঘ দিনের দাবি পূরণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। রবিবারই আলিপুরদুয়ার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মোট ১৩ হাজার জমির পাট্টা এবার দেওয়া হবে। জমির পাট্টা তুলে দেওয়ার পাশাপাশি মমতা উত্তরবঙ্গের জন্য কী বার্তা রাখেন বিশেষত জলপাইগুড়ি জেলার জন্য, সেদিকেই নজর গোটা রাজনৈতিক মহলের।
advertisement
জলপাইগুড়ির বানারহাট থেকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা। স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, কৃষি-সহ কয়েকটি দফতরের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারেই জলপাইগুড়ি জেলায় এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। পৌঁছেই বানারহাটে জনসংযোগ করতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সোমবার জলপাইগুড়ির সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দেওয়ার পর মুখ্যমন্ত্রী শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। মঙ্গলবার শিলিগুড়িতেও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 11, 2023 10:22 AM IST

