Mamata Banerjee: বিশেষ গুরুত্ব চা-বলয়কে ঘিরেই, আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee in Alipurduar: আজ, বুধবার আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার সরকারি আধিকারিক থেকে তৃণমূলের নির্বাচিত প্রতিনিধিদের ওই বৈঠকে ডাকা হয়েছে।
আবীর ঘোষাল, আলিপুরদুয়ার: আজ, বুধবার ২২ জানুয়ারি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই তিন জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আগামিকাল ২৩ জানুয়ারি সুভাষিণী চা বাগানে একটি প্রশাসনিক সভায় যোগ দেবেন তিনি। সেখান থেকে বাংলা আবাস যোজনা, কন্যাশ্রী-সহ একাধিক প্রকল্পের সুবিধে কয়েক হাজার নাগরিকদের তুলে দেওয়া হবে। জমির পাট্টাও সাধারণ পরিবারগুলিকে দেওয়া হবে বলে খবর।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘আমি ডুয়ার্স থেকে এবার নেতাজী জন্ম জয়ন্তী পালন করব। শহর ও পাহাড় থেকে অনেকবার করেছি। এবার ডুয়ার্সে থেকে করব।’’
advertisement
উত্তরবঙ্গে তৃণমূলের ভোটব্যাঙ্ক বাড়ছে। মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে ফলাফলে ব্যাপক সাফল্য পেয়েছে জোড়াফুল। মুখ্যমন্ত্রীর সফরের মধ্যে দিয়ে আরও বেশি জনসংযোগ করার চেষ্টা তৃণমূলের। লোকসভায় কোচবিহার আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। আবার মাদারিহাট বিধানসভা উপনির্বাচনেও জয় পেয়েছে তারা। এই অবস্থায় উত্তরের জেলাগুলির জন্য একাধিক ঘোষণা আজ থাকতে পারে মুখ্যমন্ত্রীর সভায়।
advertisement
বুধবার আলিপুরদুয়ার শহরে একটি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার কালচিনির সুভাষিণী চা বাগানের মাঠে সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠানে বিভিন্ন জনকল্যাণমুখী পরিষেবা প্রাপকদের হাতে মুখ্যমন্ত্রী তুলে দেবেন। জানা গিয়েছে, এই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী প্রায় আট হাজার চা শ্রমিককে জমির পাট্টা দিতে চলেছেন। এ ছাড়া, কয়েকশো চা শ্রমিক পাবেন চা সুন্দরী প্রকল্পের ঘর।
advertisement
মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ বিশেষ বিমানে হাসিমারার বায়ুসেনার ছাউনিতে নামেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে বিকাল সাড়ে তিনটা নাগাদ মালঙ্গি বনবাংলোতে তিনি পৌঁছন। মাঝে হাসিমারা গুরুদ্বার-সহ একাধিক জায়গায় মুখ্যমন্ত্রীর গাড়ি দাঁড়ায়।
আলিপুরদুয়ার জেলায় ২০২১ সালে বিধানসভা ভোটের ফল ছিল অত্যন্ত খারাপ। পাঁচ আসনেই হেরে যায় শাসক দল। পরবর্তী সময়ে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল যোগ দেন তৃণমূল কংগ্রেসে। লোকসভায় অবশ্য অনেক ব্যবধান কমিয়ে ফেলেছে তৃণমূল। মাদারিহাট বিধানসভা উপনির্বাচনেও জয় পেয়েছে তারা ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
January 22, 2025 8:52 AM IST