Mamata Banerjee: খগেনকে দেখে এলেন, শঙ্করকে এড়ালেন মমতা! মুখ্যমন্ত্রীর সৌজন্য নিয়ে প্রশ্ন তুলল বিজেপি

Last Updated:

মুখ্যমন্ত্রী অবশ্য এ দিন শিলিগুড়ির হাসপাতাল থেকে বেরনোর সময় দাাবি করেছেন, বিজেপি সাংসদের শারীরিক অবস্থা স্থিতিশীলই রয়েছে৷

খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়৷
খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়৷
শিলিগুড়ির হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি সাংসদ খগেন মুর্মুকে হঠাৎই দেখতে চলে গিয়ে চমকে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গতকাল নাগরাকাটায় ত্রাণ বিলি করতে গিয়ে আক্রান্ত হন খগেন৷ মাথা ফেটে গুরুতর চোট লাগে বিজেপি সাংসদের৷ এই ঘটনায় তৃণমূলের দিকেই আঙুল তুলেছে বিজেপি৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূলকে নিশানা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ মঙ্গলবার আচমকাই আহত বিজেপি সাংসদের শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে সৌজন্যের রাজনীতি দিয়েই বিজেপি-র অস্ত্র অনেকটা ভোঁতা করে দিলেন মুখ্যমন্ত্রী৷
তবে খগেন মুর্মুকে হাসপাতালে গিয়ে দেখে এলেও ওই হাসপাতালেই চিকিৎসাধীন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে এড়িয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী৷ খগেন মুর্মুর কাছে গিয়ে তাঁর সম্পর্কে বিশদে খোঁজখবর নিলেও গতকালের ঘটনায় আহত শিলিগুড়ির বিধায়কের শারীরিক অবস্থা নিয়ে কোনও কৌতূহলই দেখাননি মমতা৷ প্রসঙ্গত, গতকাল নাগরাকাটায় সাংসদ খগেন মুর্মুর সঙ্গে ছিলেন শঙ্কর ঘোষও৷ তাঁকেও মারধর করে ক্ষিপ্ত জনতা৷ তাঁকে খুন করার চেষ্টা হয় বলেও অভিযোগ করেছেন শঙ্কর৷
advertisement
মুখ্যমন্ত্রী কেন শঙ্করকে দেখতে গেলেন না, সেই প্রশ্ন তুলে সরব হয়েছে বিজেপি-ও৷ দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘শঙ্কর ঘোষ বিধানসভার সদস্য, আমাদের মুখ্যসচেতক৷ তাঁর শরীর থেকে হয়তো সেভাবে রক্ত বেরোয়নি, তাই তাঁকে দেখতে যাওয়ার উৎসাহ দেখাননি মুখ্যমন্ত্রী৷ খগেন মুর্মুকে দেখতে গিয়ে উনি সৌজন্যের রাজনীতি করেছেন৷ আমরা এর মধ্যে ঢুকছি না৷ কিন্তু যারা গতকাল এই ঘটনা ঘটিয়েছে, যে পিঙ্কি খাতুন তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান, যার প্ররোচনায় এই ঘটনা সংগঠিত হয়, তৃণমূলের যে তিন জন প্রতিষ্ঠিত মুখ এই ঘটনা ঘটাল, তাদের বিরুদ্ধে পুলিশ কেন এখনও ব্যবস্থা নিল না?’
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী অবশ্য এ দিন শিলিগুড়ির হাসপাতাল থেকে বেরনোর সময় দাাবি করেছেন, বিজেপি সাংসদের শারীরিক অবস্থা স্থিতিশীলই রয়েছে৷ মুখ্যমন্ত্রীর কথায়, ‘ওনার ডায়াবেটিস রয়েছে৷ যাঁরা ডায়াবেটিক, তাঁদের একটু পর্যবেক্ষণে রাখতে হয়৷ এমনি সব ঠিক আছে৷ আমি চিকিৎসকদের রিপোর্টও দেখেছি৷ ওঁর কানের পাশে একটু লেগেছে৷’
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee: খগেনকে দেখে এলেন, শঙ্করকে এড়ালেন মমতা! মুখ্যমন্ত্রীর সৌজন্য নিয়ে প্রশ্ন তুলল বিজেপি
Next Article
advertisement
Bihar Assembly Election Dates 2025: দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
  • বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের৷

  • নভেম্বর মাসে দু দফায় হবে ভোটগ্রহণ৷

  • ১৪ নভেম্বর বিহার বিধানসভা ভোটের ফল ঘোষণা৷

VIEW MORE
advertisement
advertisement