Mamata Banerjee: একদিকে মমতা, অন্যদিকে অভিষেক! দুই হেভিওয়েটের সফরে সরগরম উত্তরবঙ্গ

Last Updated:

পাহাড়ে অশান্তি নয়, পাহাড়ের উন্নয়ন হলে যে অঅর্থনৈতিক পথ সুগম হবে সেই বার্তা দেওয়ার চেষ্টা করছে রাজ্য প্রশাসন।

মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
#দার্জিলিং: তৃণমূলের নজরে উত্তরবঙ্গ।একইদিনে দুই হেভিওয়েটের সফর উত্তরবঙ্গে।জিটিএ শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন মমতা বন্দোপাধ্যায়। অন্যদিকে ধূপগুড়িতে দলীয় সভা করবেন অভিষেক বন্দোপাধ্যায়।
উত্তরবঙ্গকে কেন্দ্র করে প্রশাসনিক ও রাজনৈতিক বার্তা। ২১ জুলাইয়ের আগে কর্মীদের  বার্তা শাসক দলের দুই হেভিওয়েটের। শাসক দলের দুই হেভিওয়েটের উত্তরবঙ্গ সফর ঘিরে তাই জমজমাট রাজনৈতিক মহল। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পরে ২০১৩ ও ২০১৭ সালে পাহাড়ে অশান্তির আগুন জ্বলে ওঠে৷ পাহাড়ের মানুষ দীর্ঘ বনধের রাজনীতি দেখে এসেছে। যদিও ধীরে ধীরে অবস্থা বদলেছে বিগত নয় বছরে।
advertisement
advertisement
রাজ্য প্রশাসন পাহাড়ে জিটিএ নির্বাচন করিয়ে নিতে চাইছিলেন। পাহাড়ের একাধিক রাজনৈতিক দলকে নিয়ে চলতি বছরের মার্চ মাসে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা, জিএনএলএফ, বিজেপির মতো রাজনৈতিক দল জিটিএ নির্বাচনে লড়াই না করলেও, পাহাড়ের একাধিক আঞ্চলিক দল এতে যোগ দেয়। শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়।
advertisement
শেষ মেষ পাহাড়ের উন্নয়নে জিটিএ বোর্ড যে জরুরি তা বুঝিয়ে দেয় প্রশাসন। এমনই পরিস্থিতিতে পাহাড়ে আসছেন মমতা বন্দোপাধ্যায়। রাজনৈতিক মহলের ধারণা, আগামী দিনে পাহাড়ের পঞ্চায়েত নির্বাচন নিয়ে কথা বলতে পারেন তিনি৷ এছাড়া পাহাড়কে কেন্দ্র করে একাধিক উন্নয়নের বার্তাও শোনা যেতে পারে তার গলায়।
advertisement
পাহাড়ে অশান্তি নয়, পাহাড়ের উন্নয়ন হলে যে অঅর্থনৈতিক পথ সুগম হবে সেই বার্তা দেওয়ার চেষ্টা করছে রাজ্য প্রশাসন। অন্যদিকে দীর্ঘ দিন ধরে দার্জিলিং লোকসভা আসন বিজেপির দখলে। অনীত থাপার দলকে জিটিএ চালাতে সাহায্য করবে তৃণমূল কংগ্রেস। এই বার্তা দেওয়া হয়েছে।
ফলে, মমতা বন্দোপাধ্যায়ের এই পাহাড় সফরে প্রশাসনিক উন্নয়নের পাশাপাশি, এখন থেকেই যে ২০২৪ এর রাজনৈতিক লড়াই শুরু হয়ে যেতে পারে সেই বার্তা স্পষ্ট।এদিন উত্তরবঙ্গে আসছেন অভিষেক বন্দোপাধ্যায়। আগামীকাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সভা করবেন দলের। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা নিয়ে হবে সভা৷ সেখানে উত্তরবঙ্গ নিয়ে দলের অবস্থান জানাবেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee: একদিকে মমতা, অন্যদিকে অভিষেক! দুই হেভিওয়েটের সফরে সরগরম উত্তরবঙ্গ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement