Mamata Banerjee Darjeeling: বাঁকে বাঁকে পোস্টার-ব্যানার! মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত পাহাড়
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Mamata Banerjee: GTA শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে সরগরম পাহাড়৷ আজ দুপুর দুটো নাগাদ বিশেষ বিমানে বাগডোগরায় এসে পৌছবেন মুখ্যমন্ত্রী। আগামিকাল দুপুর ১২'টা নাগাদ দার্জিলিং ম্যালে এক সঙ্গে ৪৫ জন জিটিএ সদস্য শপথ নেবেন।
একই সঙ্গে নির্বাচনের আগে আবেদন জানিয়ে অনীত থাপার যে সব পোস্টার ছিল, তাতে সামান্য বদল আনা হয়েছে। সেখানে স্বাগত জানাতে অনীত থাপার পোস্টার দেওয়া হয়েছে। পাহাড়ের উন্নয়নে নয়া মাইলস্টোন যে দার্জিলিং হতে চলেছে তার উল্লেখ রয়েছে এই সব পোস্টারেই। বৃষ্টিস্নাত পাহাড়ে, এই ছবি কার্যত পাহাড়ের উৎসবের কথা মনে করিয়ে দিয়েছে (Mamata Banerjee Darjeeling)৷
advertisement
advertisement
আজ দুপুর দুটো নাগাদ বিশেষ বিমানে বাগডোগরায় এসে পৌছবেন মুখ্যমন্ত্রী। আগামিকাল দুপুর ১২'টা নাগাদ দার্জিলিং ম্যালে এক সঙ্গে ৪৫ জন জিটিএ সদস্য শপথ নেবেন। জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার অজিত রঞ্জন বর্ধন শপথ বাক্য পাঠ করাবেন (Mamata Banerjee Darjeeling)। আর এই অনুষ্ঠান ঘিরে সাজ সাজ রব দার্জিলিং ম্যালে। মুখ্যমন্ত্রীর পাহাড় আসার পথে সাজ সাজ রব৷ ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা জানিয়েছেন, "মুখ্যমন্ত্রী আমাদের কাছে বরাবর স্পেশাল৷ আমি ওনাকে আমন্ত্রণ জানিয়ে এসেছি। উনি আসছেন। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ এবার আমাদের কাছেও স্পেশাল।"
advertisement
সূত্রের খবর, বাগডোগরা থেকে দার্জিলিং অবধি গোটা যাত্রা পথের একাধিক জায়গায় হাজির থাকবেন অনীত থাপার দলের সদস্য ও কর্মীরা। দুপুর বেলা যেহেতু মুখ্যমন্ত্রী আসবেন তাই বেশি সংখ্যক কর্মীকে হাজির থাকতে বলা হয়েছে। রোহিনী মোড় থেকে কার্শিয়ং অবধি নানা জায়গায় হাজির থাকবেন একাধিক সাংস্কৃতিক শিল্পীরা (Mamata Banerjee Darjeeling)৷
advertisement
সূত্রের খবর, অনীত থাপা নিজে হাজির থাকবেন কার্শিয়ং রেল স্টেশনের কাছে৷ এছাড়া দার্জিলিং মোটর স্ট্যান্ড অবধি বিভিন্ন জনজাতির মানুষ তাঁদের ঐতিহ্যবাহী পোশাক পড়ে হাজির থাকবেন। অন্যদিকে সভাসদরা শপথ নেওয়ার পরেই হবে চিফ এক্সিকিউটিভ পদের শপথ গ্রহণ৷ আগামী ১৫ জুলাইয়ের পরে অনীত থাপা সহ গরিষ্ঠ অংশকে এই বিষয়ে রাজ্যের কাছে আবেদন করতে হবে। সরকার সেই মোতাবেক ব্যবস্থা নেবে৷ এরপর চিফ এক্সিকিউটিভ পদের শপথ গ্রহণ অনুষ্ঠান করা হবে৷ আগামী পরশু ১৩ তারিখ নেপালি কবি ভানু ভক্তের জন্মদিন৷ সেই অনুষ্ঠানেও পাহাড়ে হাজির থাকতে পারেন মুখ্যমন্ত্রী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 11, 2022 9:42 AM IST