Maldah News: চাল, ডাল শেষ! আজব যুক্তিতে তালা বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র, খালি হাতেই ফিরছে শিশুরা

Last Updated:

কল আছে, জল নেই। ফ্যান ঝুলছে, বিদ্যুৎ সংযোগ নেই। মালদহের সাগরদিঘি অঙ্গনওয়াড়ির বেহাল দশায় ক্ষুব্ধ অভিভাবকেরা।

চাল, ডাল শেষ! আজব যুক্তিতে তালা বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র, খালি হাতেই ফিরছে শিশুরা
চাল, ডাল শেষ! আজব যুক্তিতে তালা বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র, খালি হাতেই ফিরছে শিশুরা
মালদহ:  অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নেই বিদ্যুৎ। নেই পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থাও। এখানেই শেষ নয়। চাল নেই, ডাল শেষ। এমন আজব যুক্তিতে আচমকা তালাবন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র। কর্মী না আসার ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ অভিভাবকেরা। খাবার না পেয়ে খালি হাতেই ফিরল শিশুরা। মালদহের ইংরেজবাজারের কাজীগ্রাম পঞ্চায়েতের সাগরদিঘী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা।
অভিযোগ, বছর ছ’য়েক আগে এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি তৈরি হয়। কিন্তু, এখনও নেই পানীয় জল বা বিদ্যুতের সংযোগ। ফলে চরম অব্যবস্থা চলছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। কল বসানো হয়েছে, কিন্তু তাতে জল পড়ে না। ঘরে ফ্যান লাগানো হয়েছে, কিন্তু ইলেকট্রিক সংযোগ নেই।
আরও পড়ুন: পাখিদের মাঝে নিরিবিলি পরিবেশে! দুর্দান্ত পিকনিক স্পট রয়েছে সামান্য দূরত্বে
গ্রামবাসীদের অভিযোগ, বারবার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের নজরে এনেও সমস্যা মেটেনি। এই পরিস্থিতিতে কার্যত অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের এখানে পাঠাতে হচ্ছে। জল না থাকায় অন্যের বাড়ি থেকে জল এনে করতে হয় রান্নার কাজ।
advertisement
advertisement
অভিভাবকদের আরও অভিযোগ, মাঝেমধ্যেই বন্ধ থাকে আইসিডিএস সেন্টার। আজ মঙ্গলবারও হঠাৎ করেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে সকলে দেখেন তালা ঝুলছে। এরপর অঙ্গনওয়াড়ি কর্মীর সঙ্গে যোগাযোগ করলে তাঁর সাফাই সেন্টারের চাল নেই,  ডাল নেই। তাই সেন্টার খোলেননি তিনি।
তাছাড়া তাঁকে দুয়ারে সরকার শিবিরে যেতে হবে। এমনকী চাল, ডাল শেষ হয়ে যাওয়ায় মালপত্রের যোগান না পাওয়া পর্যন্ত সেন্টার বন্ধ থাকবে বলেও দাবি আইসিডিএস কর্মীরা। আর এতেই ব্যাপক ক্ষুব্ধ অভিভাবকেরা।অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী মায়া মন্ডলের যুক্তি চাল-ডাল না থাকলে শিশুদের খাবার দেওয়া হবে কীভাবে।
advertisement
চাল ডাল পেলেই সেন্টার চালু হয়ে যাবে বলে যুক্তি তাঁর। তবে কবে মিটবে সমস্যা সে প্রশ্নের সদুত্তর মেলেনি। সেন্টারে জল ও বিদ্যুতের সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে সাফাই দিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী।জেলা সমাজকল্যাণ দপ্তর অবশ্য জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওই কেন্দ্রের হাল ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সেবক দেবশর্মা
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Maldah News: চাল, ডাল শেষ! আজব যুক্তিতে তালা বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র, খালি হাতেই ফিরছে শিশুরা
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement