এবার করোনার শিকার ২ বছরের শিশু! সর্দি, জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হতেই ধরা পড়ল COVID! রাজ্যে আক্রান্তের সংখ্যাটা ঠিক কত? জানুন

Last Updated:

আবার‌ও চোখ রাঙ্গাচ্ছে করোনা। এবারে কোভিড আক্রান্তের হদিশ মিলল মালদহে। দুই বছরের এক শিশুর শরীরে ধরা মিলল করোনা পজেটিভ। সেই শিশু পিঠে ব্যথা নিয়ে ভর্তি হয়ে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর তাকে জ্বর, সর্দি হওয়ায় তার লালারস পরীক্ষা করতেই ধরা পড়ে করোনা পজিটিভ।

করোনা আক্রান্তের হদিস মালদহ জেলায়
করোনা আক্রান্তের হদিস মালদহ জেলায়
মালদা: এবারে করোনার হদিস মিলল মালদহ জেলায়। দুই বছরের এক শিশুর শরীরে ধরা মিলল করোনা ভাইরাস। মালদহের ইংরেজবাজার ব্লকের এক দুই বছরের শিশুর শরীরে ধরা পড়ে করোনা পজেটিভ। শনিবার জ্বর, সর্দি কাশি ও পিঠে চট পেয়ে দুই বছরের এক শিশু ভর্তি হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেদিনই রাতে ওই শিশুর লালারস পরীক্ষা করা হয়। পরীক্ষায় করোনা পজেটিভ আসে ওই শিশুর।
এরপর সেই শিশুকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের পিকু ওয়ার্ডে রাখার ব্যবস্থা করা হয়। তবে বর্তমানে ওই শিশু আগের তুলনায় অনেকটাই ভাল রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, বর্তমানে স্বাভাবিক অবস্থায় রয়েছে শিশুটি। শিশুটি বুকে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এরপর তাকে সর্দি এবং জ্বর হ‌ওয়া‌য় তার লালারস পরীক্ষা করা হয়। করোনা পজিটিভ আসায় তাকে হাসপাতালের পিকু ওয়ার্ডে রাখার ব্যবস্থা করা হয়েছে।
advertisement
advertisement
তিনি আরও বলেন, “এখনই করোনা নিয়ে কেন্দ্র বা রাজ্যের পক্ষ থেকে কোন নির্দেশিকা আসেনি। তবে প্রতি মুহূর্তে আমরা রাজ্যের সাথে যোগাযোগ রাখছি। এটা একটি দুর্ঘটনা বসত আমরা ধরতে পেরেছি। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।”
advertisement
উল্লেখ্য এই মুহূর্তে গোটা দেশে চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১০১০ জন। রাজ্যে সেই সংখ্যা প্রায় ১২ জন। এরই মধ্যে নতুন করে মালদায় করোনার সন্ধান মেলায় কিছুটা হলেও আতঙ্কিত হয়েছেন সাধারণ মানুষ।
জিএম মোমিন।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
এবার করোনার শিকার ২ বছরের শিশু! সর্দি, জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হতেই ধরা পড়ল COVID! রাজ্যে আক্রান্তের সংখ্যাটা ঠিক কত? জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement