ধরা পড়েও শিক্ষা নেই! কোমরে বন্দুক নিয়ে ঘুরতে গিয়ে পুলিশের জালে যুবক

Last Updated:

Malda News: গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ

ধৃত যুবক
ধৃত যুবক
মালদহ, জিএম মোমিনঃ বেআইনি অস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য মালদহ পুলিশের। পাইপগান ও দু’রাউন্ড কার্তুজ সহ এক যুবককে গ্রেফতার করল মালদহ থানার পুলিশ। এদিন গভীর রাতে পুরাতন মালদহের সাহাপুর এলাকার দিলালপাড়া থেকে তাঁকে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম শ্যামল শীল। বাড়ি পুরাতন মালদহ ব্লকের মালদা থানা এলাকায়।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে কোনও অসৎ উদ্দেশ্যে তিনি ওই আগ্নেয়াস্ত্রটি মজুত করে রেখেছিলেন। তবে বড় ধরণের কোনও ঘটনা ঘটার আগেই তাঁকে গ্রেফতার করল পুলিশ।
আরও পড়ুনঃ ডাইনি সন্দেহে বৃদ্ধাকে খু*ন! জলাশয় থেকে উদ্ধার হল…! মেমারিতে হাড়হিম করা ঘটনা
ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান ও দু’রাউন্ড কার্তুজ। পুলিশ আরও জানিয়েছে, এর আগেও ওই যুবক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
advertisement
advertisement
এদিকে এই নিয়ে চলতি বছরে মালদহ থানার হাতে মোট পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হল। শুক্রবার দুপুরে ধৃতকে মালদহ জেলা আদালতে তোলা হয় এবং সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। তাঁর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কিনা এবং এই আগ্নেয়াস্ত্র মজুতের পিছনে বড় কোনও উদ্দেশ্য ছিল কিনা তা জানতে তদন্ত শুরু করেছে মালদহ থানার পুলিশ।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ধরা পড়েও শিক্ষা নেই! কোমরে বন্দুক নিয়ে ঘুরতে গিয়ে পুলিশের জালে যুবক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement