বন্যা ঠেকাতে মালদহে এবার বিহার মডেল! জল আটকাবে 'হাতির পা'
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
গঙ্গা ভাঙনের জেরে পথে বসেছে শতাধিক পরিবার। ভাঙন রুখতে এবার বিহারের মত হাতির পায়ের ধাঁচে অর্থাৎ বাঁশের বেড়া বানিয়ে তার ভিতরে বালির বস্তা ফেলে ভাঙন রোধের কাজ শুরু হল মালদহের মানিকচক ব্লকের গোপালপুরে।
মালদহ, জিএম মোমিনঃ মালদহে গঙ্গা ভাঙন রুখতে এবার নয়া প্রযুক্তি গ্রহণ করল সেচ দফতর। বিহারের হাতির পায়ের ধাঁচে ভাঙন রোধের কাজ শুরু মালদহে। গঙ্গার জলস্তর বাড়ায় প্রতিদিনই ভাঙনে তলিয়ে যাচ্ছে একের পর এক ঘরবাড়ি। ভাঙনের জেরে পথে বসেছে শতাধিক পরিবার। ভাঙন রুখতে এবার বিহারের মত হাতির পায়ের ধাঁচে অর্থাৎ বাঁশের বেড়া বানিয়ে তার ভিতরে বালির বস্তা ফেলে ভাঙন রোধের কাজ শুরু হল মালদহের মানিকচক ব্লকের গোপালপুরে।
বর্তমানে প্রাথমিকভাবে প্রায় ১৫টি হাতির পায়ের ধাঁচে বাঁশের বেড়া বানিয়ে তাতে বালির বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা চালান হচ্ছে। যদিও ভাঙন কবলিত এলাকার মানুষজনদের অভিযোগ, এই নয়া প্রযুক্তি দ্বারা ভাঙন রোধ করা যাচ্ছে না।
আরও পড়ুনঃ হেনস্থার ভয় থাকলেও পেট বড় বালাই! মালদহ স্টেশনে পরিযায়ীদের ভিড় দেখলে চমকে যাবেন
ইতিমধ্যেই ১৫টি হাতির পা অর্থাৎ বাঁশের বেড়ার মধ্যে ১১টি ভাঙনের জেরে জলে তলিয়ে গিয়েছে। স্থায়ীভাবে ভাঙন রোধ করতে হলে নয়া প্রযুক্তির প্রয়োজন। সেই সঙ্গে নিয়মিতভাবে ডাম্পিং পদ্ধতিতে ভাঙন রোধের কাজ করতে হবে বলে দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
advertisement
নতুন করে প্রায় ৩০০ মিটার এলাকা জুড়ে ভাঙন শুরু হয়েছে। গঙ্গা গ্রাসে বিলীন হয়েছে গ্রামের প্রায় ৬০টি পরিবারের ঘরবাড়ি। স্থানীয় পঞ্চায়েত সদস্যের দাবি, সেচ দফতরের অধীনস্থ ঠিকাদার সংস্থা আলসেমি দেখিয়ে ইচ্ছেমত কাজ করছে। আধুনিক প্রযুক্তিতে কাজ হলেও নিয়মিত ভাঙন রোধের কাজ হচ্ছে না। তাই ভাঙন কিছুতেই আটকান যাচ্ছে না। নিয়মিত কাজ হলেই একমাত্র ভাঙন রোধ করা সম্ভব হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে মালদহের মানিকচক ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের কামালতিপুর গ্রামে আবারও ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের। উল্লেখ্য, মালদহের এই গ্রাম থেকেই প্রায় ১৪ কোটি টাকার বরাতে ভাঙন রোধের কাজের সূচনা করেছিল সেচ দফতর। তবে সেই বরাদ্দকৃত অর্থের কাজ শেষ হতে না হতেই আবার ভাঙন শুরু হয়েছে ওই এলাকায়। গ্রামবাসীদের দাবি, নিয়মিত ডাম্পিং পদ্ধতিতে ভাঙন রোধের কাজ করা হোক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 04, 2025 2:15 PM IST