হেনস্থার ভয় থাকলেও পেট বড় বালাই! মালদহ স্টেশনে পরিযায়ীদের ভিড় দেখলে চমকে যাবেন

Last Updated:

ভিন রাজ্যে হেনস্থার শিকার হলেও পেটের দায়ে এখনও ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। মালদহ জেলার বিভিন্ন প্রান্তের পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যের পাড়ি দিতে জড়ো হচ্ছেন মালদা টাউন স্টেশনে।

+
ভিন

ভিন রাজ্যে পাড়ি মালদহের শ্রমিকদের

মালদহ: ভিন রাজ্যে বাংলায় কথা বলায় হেনস্থার শিকার হতে দেখা গিয়েছিল মালদহ সহ বাংলার পরিযায়ী শ্রমিকদের। এমনকি বাংলাদেশি সন্দেহে গ্রেফতার এবং পুশব্যাকের অভিযোগও উঠেছিল। এরই মধ্যে এবারে মালদা টাউন স্টেশনে দেখা মিলল আলাদা চিত্র। হেনস্থার ভয় এবং আতঙ্ক থাকলেও পেটের দায়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন মালদহের পরিযায়ী শ্রমিকরা।
জেলার বিভিন্ন প্রান্তের পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে পাড়ি দিতে জড়ো হচ্ছেন মালদা টাউন স্টেশনে। দিল্লি, মুম্বাই, হায়দরাবাদ সহ বিভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছেন কাজের উদ্দেশ্যে। কয়েক দশক ধরে ভিন রাজ্যে কাজ করে আসছেন জেলার বহু পরিযায়ী শ্রমিক।
advertisement
advertisement
জেলা শ্রমিক দফতরের সূত্রে জানা গিয়েছে, কর্ম সাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পের অধীনে মালদহ জেলায় প্রায় ২ লক্ষ ৪৬ হাজার পরিযায়ী শ্রমিক নথিভুক্ত হয়েছেন। তবে ভিন রাজ্যে জেলার মোট কতজন শ্রমিক কাজ করেন তার সঠিক তথ্য আপাতত জানা যায়নি। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের স্বাভাবিক বা দুর্ঘটনা বশত প্রাণহানি হলে রাজ্য সরকারের প্রকল্পের অধীনে পরিযায়ী শ্রমিকের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করা হচ্ছে। পাশাপাশি ভিন রাজ্যে জেলার পরিযায়ী শ্রমিকরা কোনোরকম সমস্যায় পড়লে রাজ্য সরকারের তরফে সেই রাজ্যের প্রশাসনের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হচ্ছে।
advertisement
প্রসঙ্গত এ রাজ্যের বাঙালিদের বাংলাদেশি সন্দেহে দেশের বিভিন্ন রাজ্যে হেনস্থা এবং অত্যাচারের শিকার হতে দেখা দিয়েছে। যার ফলে বাঙালি হেনস্থার প্রতিবাদে তোলপাড় দেখা গিয়েছিল রাজ্যজুড়ে। তবে এখনও বিভিন্ন রাজ্যে বাঙালিরা কাজ করছেন নির্দ্বিধায়। তাই প্রতিদিন বিভিন্ন রাজ্যে পাড়ি দিতে দেখা যাচ্ছে মালদহ জেলার বহু পরিযায়ী শ্রমিকদের।
জিএম মোমিন।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
হেনস্থার ভয় থাকলেও পেট বড় বালাই! মালদহ স্টেশনে পরিযায়ীদের ভিড় দেখলে চমকে যাবেন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement