চিনের মাঠে বড় প্লেয়ার! ভারতের 'ব্রহ্মোস' মিসাইলের প্রথম ক্রেতা কে জানেন? জোরদার নতুন সমীকরণ
- Published by:Tias Banerjee
Last Updated:
সম্পর্ক দ্রুত গভীর হচ্ছে। দ্বিপাক্ষিক বাণিজ্যের পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রেও সহযোগিতা বেড়েছে। এই সম্পর্ক কতটা মজবুত, তা বোঝা যায় একথা থেকে যে, ভারতের তৈরি ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল প্রথম যে দেশ কিনেছিল, তা হল এই দেশ!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
শুধু তাই নয়, সাংস্কৃতিক ও শিক্ষা ক্ষেত্রেও ভারত-ফিলিপিন্সের সম্পর্ক আরও গভীর হচ্ছে। দুই দেশের বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বেড়েছে। ফিলিপিন্সে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনার জন্য বহু ভারতীয় ছাত্র যাচ্ছে। ভারতীয় দূতাবাস ‘যোগ দিবস’-এর মতো নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক মজবুত করছে।
advertisement
২০২৩ সালে ভারত ও ফিলিপিন্স তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে 'স্ট্র্যাটেজিক পার্টনারশিপ'-এর স্তরে নিয়ে যাওয়ার আলোচনা করে। আগামী কয়েক বছরে তা আনুষ্ঠানিক রূপ পেতে পারে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুই দেশের অভিন্ন স্বার্থের কারণে বহুপাক্ষিক মঞ্চেও একযোগে কাজ করছে দিল্লি ও ম্যানিলা। ঐতিহ্যগত সহযোগিতার গণ্ডি ছাড়িয়ে ভারত-ফিলিপিন্স সম্পর্ক এখন প্রতিরক্ষা, কৌশল, অর্থনীতি এবং সংস্কৃতির মতো বহু ক্ষেত্রে গভীরতা পাচ্ছে।
advertisement
advertisement
বর্তমানে ভারত-ফিলিপিন্সের সম্পর্ক দ্রুত গভীর হচ্ছে। দ্বিপাক্ষিক বাণিজ্যের পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রেও সহযোগিতা বেড়েছে। এই সম্পর্ক কতটা মজবুত, তা বোঝা যায় একথা থেকে যে, ভারতের তৈরি ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল প্রথম যে দেশ কিনেছিল, তা হল ফিলিপিন্স। শুধু তাই নয়, আরও ভারতীয় প্রতিরক্ষা সামগ্রী কেনার আগ্রহ দেখিয়েছে ম্যানিলা।