Malda News: সন্ধে হলেই ছুটে আসছে দূর-দূরান্তের মানুষ, কী আছে এই রেস্তোরাঁয়? গেলেই পাবেন তাজমহলের অনুভূতি!
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Jiam Momin
Last Updated:
Malda News: মালদহের প্রত্যন্ত গ্রাম এলাকায় এই রেস্তোরাঁ নজর কেড়েছে সকলের। শুধু খাবার নয় ছবি তুলতে এবং মনোরমগত পরিবেশ উপভোগ করতে ভিড় জমছে গ্রাম থেকে শহরবাসীর।
মালদহ, জিএম মোমিন: প্রত্যন্ত গ্রামে যেন তাজমহল! মুঘলদের মহলের ধাঁচে তৈরি গ্রামের এই রেস্তোরাঁয় ভিড় জমছে খাদ্য রসিকদের। শুধু গ্রাম নয় শহর থেকেও রেস্তোরাঁর সৌন্দর্য্য দেখতে ছুটে আসছেন মানুষজন। মালদহের প্রত্যন্ত গ্রাম এলাকায় এই রেস্তোরাঁ নজর কেড়েছে সকলের। শুধু খাবার নয় ছবি তুলতে এবং মনোরমগত পরিবেশ উপভোগ করতে ভিড় জমছে গ্রাম থেকে শহরবাসীর। রাজকীয় বিলাসবহুল খাবার জায়গা। প্রবেশ পথে উদ্যান, তার দুই দিকে আলোক সজ্জিত জলের ঝর্না। সন্ধ্যে নামলেই সৌন্দর্য ফুটে উঠছে একেবারে তাজমহলের মত। সেই সৌন্দর্যের টানে খাদ্য রসিকদের ভিড় জমছে রেস্তোরাঁয়।
রেস্তোরাঁয় আসা এক খাদ্য রসিক জানান, ‘গ্রামীন এলাকায় এই প্রথম এত সুন্দর রেস্তোরাঁ দেখছি। একেবারে যেন তাজমহলের মত দেখতে। প্রবেশের সময় উদ্যানে বসার জায়গা, আলোক সজ্জিত জলের ঝর্না। সুস্বাদু খাবার পাশাপাশি মনোরম পরিবেশগত সময় কাটানোর মত জন্য ভাল জায়গা।’
আরও পড়ুন-শুক্রাণু বাড়বে লাফিয়ে…! পুরুষরা চিবিয়ে খান মাত্র ১০ দিন, টগবগিয়ে ফুটবে যৌবন, ঝিমিয়ে পড়া পুরুষত্ব হবে চাঙ্গা!
রেস্তোরাঁর এক পরিচালক রাজু শেখ বলেন, ‘উৎসবের মরশুমে গ্রামের মানুষজন ঘোরাফেরার জন্য শহর কিংবা উদ্ধার পরিবেশগত জায়গায় যায়। তাই গ্রামবাসীদের কথা মাথায় রেখে রেস্তোরাঁ মালিক গ্রামের এই তাজমহলের মত দেখতে রেস্তোরাঁর ভবন নির্মাণ করেছেন। আশা করা হচ্ছে উৎসবের মরশুমে এই রেস্তোরাঁয় এসে গ্রামবাসীদের চাহিদা পূরণ হবে।’
advertisement
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময়…! শুক্রের ঘরে মঙ্গল গোচর, কপাল পুড়বে ৫ রাশির, আর্থিক কষ্ট, জীবন ‘নরক’ করে ছাড়বে…
মালদহের ইংরেজবাজার ব্লকের মিল্কী বুধিয়া মোড় এলাকার এই রেস্তোরাঁয় ঘুরতে আসা খাদ্য রসিকরা এর নাম দিয়েছেন তাজমহল। তবে আসল তাজমহল নয় তাজমহলের আদলেই যেন রেস্তোরাঁর ভবনের নকশা করা হয়েছে বলে অভিমত অনেকের।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 05, 2025 8:39 PM IST