Malda News: ভয়াবহ ঘটনা মালদহে! কাকিমার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক! দেহ টুকরো করে পোঁতা হল মেঝেতে, তারপর...
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Malda News: জানা গিয়েছে, মালদহের পুখুরিয়া থানার কোকলামারি এলাকার বাসিন্দা পেশায় ঠিকাদার সাদ্দাম নাদাপ (৩৬)।
মালদহ: ফিল্মি কায়দায় মর্মান্তিক পরিণতি যুবকের। ১৫ দিন নিখোঁজ থাকার পর মালদহের পুখুরিয়া থানা এলাকার এক যুবকের দেহ উদ্ধার হল পাশের জেলা দক্ষিণ দিনাজপুরের তপন থানায় এলাকা থেকে। নির্মীয়মান বাড়ির ঢালাই সিমেন্টের মেঝে থেকে টুকরো অবস্থায় দেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, মালদহের পুখুরিয়া থানার কোকলামারি এলাকার বাসিন্দা পেশায় ঠিকাদার সাদ্দাম নাদাপ (৩৬)।
বিগত পাঁচ বছর ধরে ইংরেজবাজার শহরের বাপুজি কলোনি এলাকার বাসিন্দা কাকিমা মৌমিতা হাসানের বাড়ির নিচতলা ভাড়া নিয়ে অফিস করেছিল ভাইপো সাদ্দাম। ঠিকাদারীর পাশাপাশি জমি কেনা বেচার কাজও করত সে সেখান থেকে।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজার শহরের বাপুজি কলোনি এলাকার বাসিন্দা কাকিমা মৌমিতা হাসানের বাড়ির নিচতলা ভাড়া নিয়ে অফিস করেছিল ভাইপো সাদ্দাম নাদাব। লেবার সরবরাহের পাশাপাশি জমি জায়গার বেচা কেনার সঙ্গে যুক্ত ছিল সেই যুবক। গত ১৮ মে ইংরেজবাজার শহরের বাপুজী কলোনি এলাকার অফিস থেকে রাতে বাড়ি ফেরার সময় রহস্যজনকভাবে নিখোঁজ হয় সাদ্দাম নাদাব।
advertisement
সেই সময় তার কাছে ব্যবসার ২৫ লক্ষ টাকা ছিল। এই বিষয়ে ইংরেজবাজার থানায় পুখুরিয়া থেকে এসে তার পরিবারের লোকেরা নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে সাদ্দামের কাকিমাকে সন্দেহ করে নির্দিষ্ট নাম দিয়ে ২৩ মে আবারও অভিযোগ দায়ের করেন মৃত যুবকের স্ত্রী নাসরিন খাতুন। এরপরই পুলিশ রবিবার সাদ্দামের কাকিমা মৌমিতাকে গ্রেফতার করে।
advertisement
পুলিশি জেরায় মৌমিতা স্বীকার করে, সে তার বাবার বাড়ি দক্ষিণ দিনাজপুরে তপনে নিয়ে গিয়ে ভাইপোকে সুপারি কিলারের সাহায্যে খুন করেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার তপন এলাকায় মৌমিতার বাবার বাড়ি। সেখানেই তাদের একটি নির্মীয়মান বাড়ি তৈরি হচ্ছে। সেই বাড়িতেই গত ১৮ মে সাদ্দামকে প্রলোভন দিয়ে নিয়ে যায় তার কাকিমা মৌমিতা।
advertisement
সাদ্দামের সঙ্গে তার কাকিমার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল গত পাঁচ বছর ধরে। এরপরই সেখানে সুপারি কিলারের সাহায্য নিয়ে ধারাল অস্ত্র দিয়ে সাদ্দামের দেহ টুকরো টুকরো করে খুন করা হয়। সেই দেহের অংশ নির্মীয়মান বাড়ির মেঝেতে পুঁতে দিয়ে তার উপর বালি সিমেন্টের ঢালাই করে দেওয়া হয়। এই ঘটনার পিছনে তিন থেকে চারজন দুষ্কৃতীর সাহায্য নিয়েছে ধৃত ওই মহিলা বলে পুলিশ জানিয়েছে।
advertisement
সোমবার তপন এলাকা থেকেই মৃত ওই ঠিকাদারের দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, মোটা টাকার লেনদেনকে কেন্দ্র করেই কাকিমার সঙ্গে গোলমাল চলছিল ভাইপো সাদ্দামের। তার জেরে এই খুনের ঘটনাটি ঘটে থাকতে পারে। গ্রেফতারের পর আদালতে যাওয়ার পথে ধৃত মৌমিতা হাসান জানায়, দীর্ঘদিন ধরে তাকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। শারীরিকভাবে নির্যাতন করত সাদ্দাম। তার স্বামী ও নাবালক সন্তানকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল। পথের কাঁটা দূর করতে এভাবেই খুন করেছে সে। এদিকে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মালদহ জেলার পুখুরিয়া থানা এলাকায়। অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছেন মৃত যুবকের পরিবারের সদস্যরা।
advertisement
—-জিএম মোমিন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 02, 2025 5:20 PM IST