Malda News: জলের মতোই এবারে বাড়িতে পৌঁছাবে রান্নার গ্যাস, মালদহে পাইপ লাইনের কাজ শুরু
- Reported by:Jiam Momin
- local18
- Published by:Rachana Majumder
Last Updated:
এ প্রসঙ্গে গাজোল ১ গ্রাম পঞ্চায়েত সদস্য অশোক মজুমদার জানান, 'আগে অনেক সময় গ্যাস সিলিন্ডার ফুরিয়ে গেলে দু-তিনদিন অপেক্ষায় থাকতে হত রান্নার গ্যাসের জন্য। এই ব্যবস্থা সম্পূর্ণরূপে চালু হলে রান্নার গ্যাসের ক্ষেত্রে মানুষকে আর হয়রান হতে হবে না। ইলেকট্রিক বিলের মতোই বিল পরিশোধ করলে পরিষেবা চালু হয়ে যাবে। এতে মানুষের অনেকটাই সময় বাঁচবে।'
মালদহ: লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না আর। এবারে জলের পাইপলাইনের মতোই মিলবে রান্নার গ্যাস। জলের মতো মাটির নীচ দিয়ে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছাবে রান্নার গ্যাস। থাকবে ইলেকট্রিক মিটারও যেখানে ব্যবহার অনুযায়ী বিল আসবে রান্নার গ্যাসের। মালদহের গাজোল এলাকায় এই প্রথম রান্নার গ্যাসের ক্ষেত্রে পাইপলাইন বসানোর কাজ শুরু করল কেন্দ্রীয় সরকারের হিন্দুস্তান পেট্রোলিয়াম সংস্থা।
আগামী ছয় মাসের মধ্যে গাজোল ব্লক এলাকা জুড়ে পাইপলাইন বসানোর কাজ সম্পন্ন হবে। যার ফলে প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে রান্নার গ্যাস বলে জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম সংস্থার কর্তৃপক্ষ। হিন্দুস্তান পেট্রোলিয়াম সংস্থার আধিকারিক বিনায়ক বর্মা জানান, ‘এতদিন বড় শহরগুলোতে এই ব্যবস্থা চালু ছিল। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী সারাদেশে এই রান্নার গ্যাস সরবরাহের ক্ষেত্রে পাইপলাইন ব্যবস্থা চালু হবে। সেইমত মালদহ, রায়গঞ্জ, শিলিগুড়ি এই তিনটি জায়গায় হিন্দুস্তান পেট্রোলিয়াম এর অধীনে পাইপলাইন বসানোর কাজ চলবে।’
advertisement
এ প্রসঙ্গে গাজোল ১ গ্রাম পঞ্চায়েত সদস্য অশোক মজুমদার জানান, ‘আগে অনেক সময় গ্যাস সিলিন্ডার ফুরিয়ে গেলে দু-তিনদিন অপেক্ষায় থাকতে হত রান্নার গ্যাসের জন্য। এই ব্যবস্থা সম্পূর্ণরূপে চালু হলে রান্নার গ্যাসের ক্ষেত্রে মানুষকে আর হয়রান হতে হবে না। ইলেকট্রিক বিলের মতোই বিল পরিশোধ করলে পরিষেবা চালু হয়ে যাবে। এতে মানুষের অনেকটাই সময় বাঁচবে।’
advertisement
advertisement
এদিন এলাকায় এই পাইপ লাইন বসানোর কাজের আনুষ্ঠানিকভাবে সূচনা করেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং পেট্রোলিয়াম সংস্থার কর্তৃপক্ষেরা। বোরিং মেশিনের মাধ্যমে পাইপলাইন বসানোর কাজের সূচনা করা হয়। আগামী ৬ মাসের মধ্যে গাজোল ব্লক এলাকা জুড়ে এই কাজ সম্পন্ন হবে বলে দাবি পেট্রোলিয়াম সংস্থার কর্তৃপক্ষের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 03, 2025 8:25 PM IST






