Malda News: কোনও মিউজিয়াম নয়, মালদহের এই ব্যক্তির সংগ্রহে রয়েছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর ভারতের প্রথম মুদ্রা "পঞ্চ-চিহ্নিত"
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর আজও সংগ্রহ করে চলেছেন একাধিক রকম ঐতিহাসিক দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য সামগ্রী। পেশা নয় বর্তমানে নেশা হয়ে দাঁড়িয়েছে এই কাজ তাঁর।
মালদহ: মিউজিয়াম নয় মালদহের এই ব্যক্তির সংরক্ষণে রয়েছে প্রায় ২৬০০ বছর পুরনো মুদ্রা। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর ভারতের প্রথম এই মুদ্রা নাম “পঞ্চ-চিহ্নিত”। ঐতিহাসিক দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য সামগ্রী সংরক্ষণে রয়েছে তাঁর। মালদহের সাহাপুর ছাতিয়ান মোড় এলাকার বাসিন্দা প্রবাল সিংহ। ছোটবেলা থেকেই শখ তাঁর ঐতিহাসিক সামগ্রিক সংগ্রহ করার। তবে কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর আজও সংগ্রহ করে চলেছেন একাধিক রকম ঐতিহাসিক দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য সামগ্রী। পেশা নয় বর্তমানে নেশা হয়ে দাঁড়িয়েছে এই কাজ তাঁর।
বিভিন্ন সাংস্কৃতিক উৎসব এবং প্রদর্শনী অনুষ্ঠানে তাঁর সংগ্রহে থাকা একাধিক ঐতিহাসিক দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য সামগ্রী প্রদর্শনের জন্য নিয়ে গিয়ে থাকেন তিনি। প্রাচীনকালের একাধিক রকম মুদ্রা সংগ্রহে রয়েছে তাঁর। যাদের মধ্যে অন্যতম হচ্ছে ভারতের প্রথম মুদ্রা “পঞ্চ-চিহ্নিত”। রাজা পুশকর সিং এর আমলে তৈরি প্রাচীন এই মুদ্রা আজ সোনা বরাবর দাম বলে দাবি তাঁর।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
তিনি জানান, “দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে এই মুদ্রা গুলো সংগ্রহ করেছেন তিনি। প্রাচীন কাল থেকে বর্তমান সময়ের শতাধিক রকম মুদ্রা রয়েছে তাঁর সংগ্রহে।”এমনই এক সংগ্রহকারী অম্লান চক্রবর্তী জানান, “সারা বছর কোনও না কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান বা উৎসবে পবাল বাবু তাঁর সংগ্রহে থাকা ঐতিহাসিক দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য সামগ্রী প্রদর্শনের জন্য নিয়ে যান। গৌড়বঙ্গ নিউমিসম্যাটিক এন্ড কালেক্টরস অ্যাসোসিয়েশন এর উদ্যোগে এই প্রদর্শনী করা হয়। প্রদর্শনীতে একাধিক এন্টিক কালেক্টররা তাঁদের ঐতিহাসিক দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য সামগ্রী নিয়ে আসেন।”
advertisement
কালের সঙ্গে বদলেছে বহু শাসন। রাজা থেকে ব্রিটিশ বিভিন্ন আমলে তৈরি হয়েছে একাধিক মুদ্রা। তবে ভারতের এই প্রথম মুদ্রা ইতিহাসের অন্যতম সাক্ষী। প্রাচীন এই মুদ্রা সকলের কাছে মূল্যহীন মনে হলেও সংগ্রহকারীদের কাছে অমূল্য একটি সম্পদ।
advertisement
জিএম মোমিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
November 17, 2025 7:49 PM IST
