টোটো চালক বাবা, ছেলে খেলবে অনুর্ধ ১৭ জাতীয় দলের হয়ে! স্বপ্ন সত্যি হওয়া ব্যাপার
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
Maldah: টোটোচালকের ছেলে খেলবে জাতীয় দলে।
মালদহ: টোটো চালকের ছেলে সুযোগ পেল জাতীয় ভলিবল দলে। ছেলের এমন সাফল্যে খুশি পরিবার।
অনূর্ধ্ব ১৭ জাতীয় ভলিবল দলে নির্বাচিত হয়েছে নবম শ্রেণীর ছাত্র বিকি মন্ডল। মালদহের মানিকচক শিক্ষানিকেতনের নবম শ্রেণীর ছাত্র। রাজ্যস্তরে ভাল খেলার সুবাদে এই সুযোগ মিলেছে।
নির্বাচকেরা তাঁর খেলায় মুগ্ধ হয়েছেন। কলকাতায় জাতীয় ভলিবল দলের জন্য বাছাই পর্বের আয়োজন করা হয়েছিল। সেখান থেকেই সুযোগ মিলেছে। মানিকচক শিক্ষা নিকেতনের সহ-শিক্ষক নিলয় মিশ্র বলেন, কলকাতায় একটি জাতীয় দলের নির্বাচন ছিল। আমার স্কুলের দুই ছাত্রকে সেখানে নিয়ে গিয়েছিলাম তাদের মধ্যে একজন সুযোগ পেয়েছে, আমাদের খুব ভাল লাগছে।
advertisement
advertisement
আরও পড়ুন- কাঠের দুর্গা বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন পুরুলিয়ার এই শিল্পী, জানুন
মালদহের মানিকচক ব্লকের সিংপাড়ার বাসিন্দা বিকি মন্ডল। বাবা অমর মন্ডল ভিন রাজ্যে টোটো চালক। মা অনিমা মন্ডল গৃহবধূ। ছোট থেকেই বিকির খেলাধুলার প্রতি আগ্রহ।
স্কুলের গেম টিচার নিলয় মিশ্র যোগদান করার পর থেকে খেলাধুলায় তার অভূতপূর্ব উন্নতি হয়েছে। তার খেলা দেখে নিলয়বাবু তাকে ভলিবল খেলার প্রতি বেশি করে গুরুত্ব দিতে বলেন। স্কুল ভলিবল টিমের হয়ে খেলা শুরু করে বিকি।
advertisement
অষ্টম শ্রেণীতে পড়াকালীন জেলার হয়ে বিভিন্ন ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।চলতি বছরে তামিলনাড়ু ও কোচবিহারে রাজ্যের হয়ে খেলে বিকি। গত সপ্তাহে নিলয় মিশ্র খবর পান কলকাতায় অনূর্ধ্ব সতেরো ভারতীয় জাতীয় ভলিবল দলের জন্য নির্বাচন চলছে।
খবর পেয়ে দুই ছাত্র বিকি মন্ডল ও অনিক মন্ডলকে নিয়ে কলকাতা ছুটেন। আর সেই প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় ভলিবল দল নির্বাচকরা পশ্চিমবঙ্গ রাজ্য থেকে মোট ১৮ জন খেলোয়ারকে জাতীয় দলের জন্য নির্বাচন করেন।
advertisement
বাবার টোটো চালানোর উপার্জনের টাকায় চলে সংসার।অভাবের সংসার হলেও থেমে থাকেনি বিকি,খেলা চালিয়ে গেছে। জাতীয় দলে নির্বাচনের খবরে খুশি বিকির পরিবার থেকে প্রতিবেশীরা।
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 18, 2023 11:04 PM IST
