পুজোর মুখে নেশা করে গাড়ি নিয়ে ফূর্তি! সজোরে ধাক্কা টোটোতে! ছিটকে পড়ল, ঘটনাস্থলেই মৃত্যু ২ যাত্রীর, আহত ৪
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Malda Accident: দুর্গাপুজোর মুখে আরও এক পথদুর্ঘটনা। মঙ্গলবার মালদহের কালিয়াচকে ৩৪ নম্বর জাতীয় সড়কে দ্রুতগতির গাড়ি এসে সজোরে ধাক্কা দেয় যাত্রীবোঝাই একটি টোটোতে। দুর্ঘটনায় প্রাণ গিয়েছে দু'জনের। আহত হন চারজন।
কালিয়াচক, মালদহ, ঝন্টু মন্ডল: দুর্গাপুজোর মুখে আরও এক পথদুর্ঘটনা। পথের বলি ২। আহত ৪ জন। মঙ্গলবার মালদহের কালিয়াচকে ৩৪ নম্বর জাতীয় সড়কে দ্রুতগতির গাড়ি এসে সজোরে ধাক্কা দেয় যাত্রীবোঝাই একটি টোটোতে। দুর্ঘটনায় প্রাণ গিয়েছে দু’জনের। আহত হন চারজন।
জানা যাচ্ছে, জালালপুর ডাঙ্গা এলাকায় পিছন থেকে একটি টোটোকে ধাক্কা মারে দ্রুতগতির চার চাকার গাড়ি। টোটোতে ছিলেন চালক-সহ মোট তিনজন যাত্রী। প্রচণ্ড গতির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় দু’জনের। মৃতরা সুজাপুরের ব্রহ্মোত্তর এবং বামনগ্রামের বাসিন্দা। দুর্ঘটনার জেরে গাড়িতে থাকা যাত্রীরাও আহত হন।
আরও পড়ুনঃ ঠাকুর দেখতে বেরিয়ে আর সমস্যা নয়! হাতের মুঠোয় গাইড ম্যাপ থেকে টেলিফোন ডাইরেক্টরি! মহিলাদের জন্য চালু বিশেষ হেল্পলাইন নম্বর
খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ। আহতদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ও স্থানীয়রা। ঘাতক গাড়িটি তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করেছে পুলিশ। মাদকাসক্ত অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলেই দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি স্থানীয়দের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দুর্গাপুজোয় রাস্তা হবে যানজট মুক্ত! অটো, টোটোর উপর একগুচ্ছ নিষেধাজ্ঞা, নয়া ট্রাফিক নিয়ম না জানলে ভুগতে হবে
অভিযোগ, জাতীয় সড়কে টোটো চলাচল নিষিদ্ধ করা হলেও চলছে প্রচুর টোটো। পাল্লা দিয়ে বেড়েছে বেপরোয়া গাড়ির চলাচলও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 23, 2025 3:26 PM IST