Fire in Restaurant: শিলিগুড়ির রেস্তোঁয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন!
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
Fire in Restaurant: গ্যাসের সিলিণ্ডার লিক করে আগুন! পুড়ে গেল একটি রেস্টুরেন্ট। শিলিগুড়ি জংশনের গুরুং বস্তির ঘটনা! দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রাও এগিয়ে আসায় আগুন ছড়াতে পারেনি।
শিলিগুড়ি: গ্যাসের সিলিণ্ডার লিক করে আগুন! পুড়ে গেল একটি রেস্টুরেন্ট। শিলিগুড়ি জংশনের গুরুং বস্তির ঘটনা! দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রাও এগিয়ে আসায় আগুন ছড়াতে পারেনি। পৌঁছন স্থানীয় কাউন্সিলর রামভজন মাহাতোও। দ্রুত অন্য গ্যাসের সিলিণ্ডারগুলিকে বাইরে আনা হয়। দোকানের মালিক আহত হয়েছেন। কারণ খতিয়ে দেখছে দমকল কর্তারা।
advertisement
চলতি বছরের মার্চ মাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি শহরে৷ শিলিগুড়ির পুরনিগমের 42 নম্বর ওয়ার্ডের চয়নপাড়ার ঘটনা। চয়নপাড়ার একটি স্ক্র্যাপ বা প্লাস্টিকের ভাঙাচোরার কারখানা ও গুদামে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা।
advertisement
প্রথমে স্থানীয়রাই ওই আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডাবগ্রাম ও ফুলবাড়ির 2টি দমকল কেন্দ্র থেকে 6টি ইঞ্জিন। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে৷ দমকলের আধিকারিকদের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আগুন ভয়াবহ আকার ধারণ করার কারণ কারখানার অন্দরে মজুত থাকা প্লাস্টিক।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 07, 2025 3:48 PM IST