Alipurduar News: বেসরকারিকরণের ঠেলা! ৮ মাস ধরে ভুগতে হচ্ছে মহুয়া চা বাগানের শ্রমিকদের

Last Updated:

মহুয়া চা বাগান ২০২৪ সালে বেসরকারি হয়ে যায়

+
মহুয়া

মহুয়া চা বাগান

আলিপুরদুয়ার: প্রায় আট মাস থেকে বন্ধ মহুয়া চা বাগান। এই বাগানের মোট শ্রমিক সংখ্যা ১৫১ জনের মধ্যে স্থায়ী শ্রমিক মাত্র ৭৮ জন। বাকি সব অস্থায়ী বিঘা শ্রমিক। পূর্বে মহুয়া চা বাগান রাজ্য সরকারের ওয়েস্ট বেঙ্গল টি ডেভলোপমেণ্ট কর্পোরেশন অধীনস্ত ছিল। পূর্বে পাঁচটি সরকারি চা বাগান ছিল। এর মধ্যে পাহাড়ের রঙ্গেরুন, পেণ্ডাম, রঙমুখ সিডার্স ও ডুয়ার্সের জলপাইগুড়ি জেলার হিলা ও আলিপুরদুয়ার জেলার মহুয়া। কিন্তু ২০১৪ সালে এই পাঁচটি চা বাগান বেসরকারি হয়ে যায়। সেসময় এই বেসরকারি করণের বিরোধিতা করেছিল মহুয়া চা বাগানের শ্রমিকরা। মহুয়া চা বাগানটি তোর্ষা চা বাগানের কোম্পানির হাতে চলে যায়।
গতবছরের মে মাস থেকে অচলাবস্থা শুরু হয় মহুয়া চা বাগানে। মহুয়া চা বাগানের শ্রমিকদের চারটি ফোর্টনাইট পেমেণ্ট দুমাসের বেতন বকেয়া রয়েছে। মহুয়া চা বাগানের শ্রমিকরা জানান, ২০২৪ সালে মহুয়া চা বাগান বেসরকারি হয় এবং তখন থেকেই বাগানের অবস্থা শোচনীয়। তখন থেকেই বাগানের শ্রমিকরা নিজেদের প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। শ্রমিকদের আবাসন এমনকি বাগানের অফিস মেরামত হয়না। শ্রমিকরা জানান, বাগানের বহু শেড ট্রি কেটে নিয়ে গেছে। কমপক্ষে ৩০০-র উপরে গাছ কেটে নিয়ে গেছে কিন্তু শ্রমিকদের আবাসন মেরামত হয়না। প্রোফিডেণ্ট ফাণ্ডে টাকা জমা হয়না।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এর পাশাপাশি শ্রমিকরা আরও জানান, পূর্বে যখন রাজ্য সরকারের অধীনস্ত আলাদা চা বাগান ছিল তখন শ্রমিকরা সুখে সাচ্ছন্দে ছিল। সমস্ত সুযোগ সুবিধা সময় মত মিলত। কিন্তু তোর্ষা কোম্পানির অধীনে যাওয়ার পর থেকেই শুরু হয়েছে সমস্যা। মহুয়া চা বাগানের শ্রমিক নেতারা জানান, বর্তমানে বাগান বন্ধ কিন্তু তাদের কাছে কোনো নোটিশ আসেনি বন্ধের। বাগানের অফিসে কোনো নোটিশ নেই। একজন সহকারি ম্যানেজার বাগানে থাকতেন, তিনিও বাগান ছেড়ে চলে গিয়েছেন। বাগানে পানীয় জলের তীব্র সঙ্কট পাম্প খারাপ দীর্ঘদিন থেকে। অনিশ্চিত ভবিষ্যত মধ্যে আছেন মহুয়া চা বাগানের শ্রমিকরা।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: বেসরকারিকরণের ঠেলা! ৮ মাস ধরে ভুগতে হচ্ছে মহুয়া চা বাগানের শ্রমিকদের
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement