Maha Shivratri: শিব চতুর্দশীতে শুরু ফাল্গুনী মেলা, করোনা বিধি মেনে জমজমাট জল্পেশ মন্দির

Last Updated:

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ময়নাগুড়ি ব্লকের জল্পেশ তীর্থধামে প্রতি বছর শিব চতুর্দশী তিথিতে মেলা বসে।

Maha Shivratri: Fair held in Jalpesh Mandir Jalpaiguri
Maha Shivratri: Fair held in Jalpesh Mandir Jalpaiguri
#ময়নাগুড়ি: প্রতি বছরই ফাল্গুন মাসের শিব চতুর্দশী (Maha Shivratri) তিথিতে মেলা বসে জল্পেশ মন্দির চত্বরে মেলার মাঠে। এই মেলা ১০ দিন ধরে চলে। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ময়নাগুড়ি ব্লকের জল্পেশ তীর্থধামে প্রতি বছর শিব চতুর্দশী তিথিতে মেলা বসে। প্রতি বছর লক্ষ্য করা যায় শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, কলকাতা, আলিপুরদুয়ার সহ রাজ্যের বাইরে থেকেও প্রচুর পুণ্যার্থীর আগমণ। সেইখানে ভাওইয়া গান, বৈরাতী নৃত্য, মেছেনি গান সহ নানান ধরনের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
করোনার জন্য পরপর দু'বছর মেলা বন্ধ ছিল জলপাইগুড়িতে (Jalpaiguri)। এবছর মেলায় সবকিছু থাকবে ঠিক আগের মতোই করে। নিরাপত্তার দিকটি প্রশাসন কড়াভাবে দেখবেন বলে জানান। এদিন সকাল থেকেই মন্দির চত্বরে পুণ্যার্থীদের ভিড়। দূরদূরান্ত থেকে পুণ্যার্থীরা জল্পেশ মন্দিরে আস্থার জোরে ভিড় জমান।
advertisement
advertisement
বাংলা মাসের ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি (Maha Shivrarti) উপবাস পালন করা হয়। প্রচলিত ধারণা অনুযায়ী অবিবাহিত মহিলারা মহা শিবরাত্রির উপবাস রাখলে তাঁদের শীঘ্র বিবাহ সম্পন্ন হয়। আবার বিবাহিত মহিলারা নিজের সুখী জীবনের জন্য মহা শিবরাত্রির ব্রত পালন করেন। সর্বাগ্রে মহিলাদের জন্য এই ব্রত বিশেষ ফলদায়ী। যদিও অনেক পুরুষও মহা শিবরাত্রির দিন পুজো ও ব্রত পালন করে থাকে।
advertisement
বৈদিক পুরাণ মতে, এদিন শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। আবার ঈশান সংহিতা অনুযায়ী, এদিনই প্রকট হয়েছিলেন মহাদেব। এদিন শিব ভক্তরা মন্দিরে গিয়ে শিবলিঙ্গে বেলপাতা, দুধ, ফুল, অক্ষত অর্পণ করেন। ধর্মীয়, আধ্যাত্মিক ও জ্যোতিষ দৃষ্টিতে মহা শিবরাত্রির বিশেষ মাহাত্ম্য রয়েছে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে জ্যোতির্লিঙ্গ হিসেবে শিব আবির্ভূত হওয়ায় মহাশিবরাত্রি হিসেবে এই উৎসব পালিত হয়। সকলে এই ব্রত করতে পারেন। এই ব্রত পালন না করলে ব্যক্তি দোষ ও পাপের অংশীদার হয়। মহা শিবরাত্রি আবার ব্রতরাজ নামে খ্যাত। শিবরাত্রি যমরাজের শাসন ধ্বংস করে ও শিবলোকের পথে নিয়ে যায়। শাস্ত্র মতে, যাঁরা মহা শিবরাত্রিতে রাত্রি জাগরণ করেন, তাঁরা মোক্ষ লাভ করতে পারেন।
advertisement
Vaskar Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Maha Shivratri: শিব চতুর্দশীতে শুরু ফাল্গুনী মেলা, করোনা বিধি মেনে জমজমাট জল্পেশ মন্দির
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement