Maldah News: মালদহে দুই পুরসভাতেই সবুজ ঝড়, ইংরেজবাজারে পুরুষদের টেক্কা দিয়ে মহিলা কাউন্সিলর সংখ্যা বেশি

Last Updated:

Maldah Municipality Election News: বিধানসভা ভোটে বিপর্যয়ের পর দুই পুরসভার ভোট ঘুরে দাঁড়াল তৃণমূল।

 Maldah Municipality Election News
Maldah Municipality Election News
#মালদহ: মালদহে বিধানসভা ভোটের বদলা নিল তৃণমূল (TMC)। জেলার দুই  পুরশহরেই কার্যত সবুজ ঝড়। ইংরেজবাজার পুরসভার ২৯ টি ওয়ার্ডের মধ্যে ২৫ টিতেই জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে পুরাতন মালদহ পুরসভার  (Maldah Municipality) ২০ আসনের মধ্যে তৃণমূল জয় পেয়েছে ১৭ টিতে।
এবারের পুরভোটে অন্যতম তাৎপর্যপূর্ণ বিষয় হল, ইংরেজবাজার পুরসভায় পুরুষ কাউন্সিলরদের তুলনায় মহিলাদের সংখ্যা অনেকটাই বেশি। ইংরেজবাজার পুরসভার ২৯ টি ওয়ার্ডের মধ্যে ১৮টিতেই জয় পেয়েছেন মহিলা প্রার্থীরা। মহিলাদের জন্য সংরক্ষিত ১০টি ওয়ার্ড ছাড়াও সাধারণ আরও আটটি ওয়ার্ডে জয় পেয়েছেন বিভিন্ন দলের মহিলা প্রার্থীরা। এদিকে দুটি পুরসভার অনেক ওয়ার্ডেই বিরোধীদের ভোট কাটাকাটির সুবিধা পেয়েছে শাসক দল তৃণমূল। কংগ্রেসের সঙ্গে জোট না করে এককভাবে পুরভোটে লড়ে বেশকিছু ওয়ার্ডে ভালো ভোট পেয়েছে সিপিএম।
advertisement
 Maldah Municipality Election News Maldah Municipality Election News
advertisement
গত বিধানসভা ভোটে ইংরেজবাজার ও পুরাতন মালদহ এই দুটি বিধানসভাতে বিপুল জয় পেয়েছিল বিজেপি। শুধু তাই নয়, বিধানসভা ভোটে দুই পুরসভার সিংহভাগ ওয়ার্ডেই বিপুল লিড ছিল বিজেপির। কিন্তু, পুরসভা ভোটে ইংরেজবাজারে বিজেপি তিনটি এবং পুরাতন মালদহে মাত্র দুটি আসন পেয়েছে। দুই পুরসভাতেই একটি করে ওয়ার্ডে জয় পেয়েছেন নির্দল প্রার্থীরা।
advertisement
মালদহে এবার সবচেয়ে বেশি ব্যবধানে পুরভোটের জয় পেয়েছেন ইংরেজবাজার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কাকলি চৌধুরী। তিনি জিতেছেন ২৫০৩ ভোটের ব্যবধানে। অন্যদিকে সবচেয়ে কম ব্যবধানে জয় পেয়েছেন পুরাতন মালদা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ফারহিন নেহার। জিতেছেন মাত্র ৭ ভোটে।
পুরভোটে বিপুল জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ প্রধান ভূমিকা নিয়েছে বলে দাবি করেছেন বিজয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ভবিষ্যতে মালদহকে পুরসভা থেকে কর্পোরেশনে উন্নীত করার লক্ষ্য  বলে জানিয়েছেন তিনি। যদিও বিজেপি জয়ী প্রার্থী অম্লান ভাদুড়ির পাল্টা দাবি, বিধানসভা ভোট কেন্দ্রীয় বাহিনীর পাহারায় হয়েছিল। কিন্তু, পুরসভা ভোটে ব্যাপক সন্ত্রাস ও ছাপ্পা ভোট হয়েছে। তা না হলে ফল আরও ভালো হত।
advertisement
Sebak DebSarma
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Maldah News: মালদহে দুই পুরসভাতেই সবুজ ঝড়, ইংরেজবাজারে পুরুষদের টেক্কা দিয়ে মহিলা কাউন্সিলর সংখ্যা বেশি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement