Sourav Ganguly: জীবনের সেরা সময় কোনটা মেয়ে সানাকে বলে দিলেন ‘দাদা’ নিজেই

Last Updated:
Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায় বিভিন্ন রোলেই দারুণ সফল৷ বাবা হিসেবেও তিনি দারুণ, মেয়ে সানার সঙ্গেও তাঁর কেমিস্ট্রি দুর্দান্ত৷
1/4
#লন্ডন: বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় লন্ডনে গেছেন৷ মেয়ে সানা গঙ্গোপাধ্যায় এখন লন্ডনে পড়াশুনো করেন৷ সৌরভ নিজেই তাঁর লন্ডন যাওয়ার খবর জানিয়েছেন৷ সানা-র সঙ্গে সৌরভের সম্পর্ক খুব গাঢ়৷ তাই সময়ে পেলেই হয় সানা নয় সৌরভ একে অপরের সঙ্গে দেখা করতে চলে যান৷
#লন্ডন: বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় লন্ডনে গেছেন৷ মেয়ে সানা গঙ্গোপাধ্যায় এখন লন্ডনে পড়াশুনো করেন৷ সৌরভ নিজেই তাঁর লন্ডন যাওয়ার খবর জানিয়েছেন৷ সানা-র সঙ্গে সৌরভের সম্পর্ক খুব গাঢ়৷ তাই সময়ে পেলেই হয় সানা নয় সৌরভ একে অপরের সঙ্গে দেখা করতে চলে যান৷
advertisement
2/4
সম্প্রতি বিসিসিআই সভাপতি পদে আসীন সৌরভ গঙ্গোপাধ্যায়কে   বেশ চাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে৷ প্রথমে বিরাট কোহলি-র অধিনায়কত্ব থেকে সরে যাওয়া এপিসোড আবার তারপর ঋদ্ধিমান সাহার বিতর্কিত দাবি যে সৌরভ বলেছিলেন তিনি প্রেসিডেন্ট থাকাকালীন ঋদ্ধির দলে থাকা নিয়ে কোনও চিন্তা নেই৷ কিন্তু তারপরেও দল থেকে বাদ পড়ায় ঋদ্ধি সৌরভের সেই মেসেজ পাবলিক করে দেওয়ায় উত্তাল হয় পরিস্থিতি৷
সম্প্রতি বিসিসিআই সভাপতি পদে আসীন সৌরভ গঙ্গোপাধ্যায়কে বেশ চাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে৷ প্রথমে বিরাট কোহলি-র অধিনায়কত্ব থেকে সরে যাওয়া এপিসোড আবার তারপর ঋদ্ধিমান সাহার বিতর্কিত দাবি যে সৌরভ বলেছিলেন তিনি প্রেসিডেন্ট থাকাকালীন ঋদ্ধির দলে থাকা নিয়ে কোনও চিন্তা নেই৷ কিন্তু তারপরেও দল থেকে বাদ পড়ায় ঋদ্ধি সৌরভের সেই মেসেজ পাবলিক করে দেওয়ায় উত্তাল হয় পরিস্থিতি৷
advertisement
3/4
সৌরভ তাই পাঁচ মাসের টানা কাজের পর মেয়ের কাছে যাওয়াকে ব্রেক বলেছেন৷ জীবনে ব্রেক খুব গুরুত্বপূর্ণ বলেছেন পাশাপাশি তিনি এও বলেছেন ঠাণ্ডার জায়গায় ছুটি কাটানো দারুণ মজাদার৷
সৌরভ তাই পাঁচ মাসের টানা কাজের পর মেয়ের কাছে যাওয়াকে ব্রেক বলেছেন৷ জীবনে ব্রেক খুব গুরুত্বপূর্ণ বলেছেন পাশাপাশি তিনি এও বলেছেন ঠাণ্ডার জায়গায় ছুটি কাটানো দারুণ মজাদার৷
advertisement
4/4
 এদিকে মেয়ে সানা ও তাঁর বন্ধুদের সঙ্গেও ফটোসেশন সেরেছেন দাদা৷ তিনি বলেছেন ‘‘College life with friends is the best days of life’’- অর্থাৎ ‘‘কলেজ জীবন বন্ধুদের সঙ্গে জীবনের সেরা সময়৷’’
এদিকে মেয়ে সানা ও তাঁর বন্ধুদের সঙ্গেও ফটোসেশন সেরেছেন দাদা৷ তিনি বলেছেন ‘‘College life with friends is the best days of life’’- অর্থাৎ ‘‘কলেজ জীবন বন্ধুদের সঙ্গে জীবনের সেরা সময়৷’’
advertisement
advertisement
advertisement