Cooch Behar Macaw : কড়া নজর ডায়েটে, প্রবল গরমে নাজেহাল ভিনদেশি অতিথি ম্যাকাওদের জন্য বিশেষ ব্যবস্থা কোচবিহারের রসিকবিলে

Last Updated:

Cooch Behar Macaw : এতেই বেশ স্বস্তিতে আছে কোচবিহারের রসিকবিলে নবাগত ম্যাকাওরা।

বেশ স্বস্তিতে আছে কোচবিহারের রসিকবিলে নবাগত ম্যাকাওরা
বেশ স্বস্তিতে আছে কোচবিহারের রসিকবিলে নবাগত ম্যাকাওরা
কোচবিহার : প্রবল গরমে নাজেহাল ভিনদেশি অতিথিরা ৷ তাদের গরমের হাত থেকে স্বস্তি দিতে উদ্যোগ নিয়েছে বন দফতর । প্রতিদিনের খাবারের রুটিনে বদল তো আছেই ৷ তার পাশাপাশি, ঘন ঘন ভেজানো হচ্ছে এনক্লোজারের মাটি। এমনকি এনক্লোজারের  ওপরে ত্রিপলের ছাউনিও দেওয়া হয়েছে ৷ এতেই বেশ স্বস্তিতে আছে কোচবিহারের রসিকবিলে নবাগত ম্যাকাওরা।
অভিযোগ, বাংলাদেশ সীমান্তে পাচারের জন্য ১৫ টি ম্যাকাও পাখি নিয়ে রওনা হয়েছিল চোরাচালানকারীরা ৷ বিএসএফ তাদের আটক করে উদ্ধার করে ম্যাকাওদের । তাদেরই আপাতত ঠিকানা কোচবিহারের রসিকবিল প্রকৃতি পর্যটন কেন্দ্র।
আরও পড়ুন : কোচবিহারে বসেছে রাজস্থানের আকর্ষণীয় মূর্তির সম্ভার,দেখুন ছবি
রসিকবিলের এনক্লোজারে নতুন অতিথিরা বেশ প্রাণবন্ত । সমবেত তারস্বরে কলতানে সকাল থেকে সন্ধ্যা সরগরম রসিকবিলের বনাঞ্চল । তবে এই অত্যধিক গরমে যাতে দক্ষিণ আমেরিকার এই বড় প্রজাতির রঙিন পাখিদের অস্বস্তি না বাড়ে, তাই নানা পদক্ষেপ করতে শুরু করেছে বনদপ্তর।
advertisement
advertisement
ম্যাকাওদের জন্য কী কী উদ্যোগ বন দফতরের
১) ম্যাকাওদের এনক্লোজারের উপরে ত্রিপলের ছাউনি দেওয়া হয়েছে
২) এনক্লোজারের মেঝেতে মাটি দিয়ে ঘন ঘন ভিজিয়ে রাখা হচ্ছে
advertisement
৩) ম্যাকাওদের খাবারের আপেল এবং কলার পরিমাণ বেশি থাকছে
৪) ডায়েটে ঘন ঘন পরিবর্তন করা হচ্ছে৷
( Prabir Kundu)
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Cooch Behar Macaw : কড়া নজর ডায়েটে, প্রবল গরমে নাজেহাল ভিনদেশি অতিথি ম্যাকাওদের জন্য বিশেষ ব্যবস্থা কোচবিহারের রসিকবিলে
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement