LPG Subsidy Biometric Data: গ্যাসে ভর্তুকি পেতে লম্বা লাইন সকাল থেকেই, বায়োমেট্রিক করাতে নাজেহাল গ্রাহকেরা
- Written by:Sebak Deb Sarma
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
সাত সকাল থেকে রাত পর্যন্ত লম্বা লাইন পড়ছে বিভিন্ন গ্যাসের দোকানে। মালদহে গ্যাস সংযোগের বায়োমেট্রিক নথিভুক্ত করাতে সকাল থেকে লাইনে শ'য়ে শ'য়ে গ্রাহক।
মালদহঃ এ লাইন মনে করাচ্ছে নোটবন্দির স্মৃতিকে। সাত সকাল থেকে রাত পর্যন্ত লম্বা লাইন পড়ছে বিভিন্ন গ্যাসের দোকানে। মালদহে গ্যাস সংযোগের বায়োমেট্রিক নথিভুক্ত করাতে সকাল থেকে লাইনে শ’য়ে শ’য়ে গ্রাহক। একটি বা দুটি নয়, সমস্ত গ্যাস এজেন্সির দোকানের সামনেই এভাবেই লম্বা লাইনের ছবি ধরা পড়ছে। গত কয়েকদিন ধরেই ঘন্টার পর ঘন্টা ঠাঁই দাঁড়িয়ে থেকে নিজেদের বায়োমেট্রিক তথ্য নথিভুক্ত করাচ্ছেন গ্রাহকেরা।
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ভর্তুকি যোগ্য সমস্ত গ্যাস সংযোগের ক্ষেত্রেই বায়োমেট্রিক নথিভুক্তকরণের নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় সরকার, এমনটাই জানাচ্ছে বিভিন্ন গ্যাস এজেন্সি কর্তৃপক্ষ। গ্রাহকদের অনেকেরই আশঙ্কা বা আতঙ্ক নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের বায়োমেট্রিক নথিভুক্ত না করলে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে না তো? এই আতঙ্কেই যতদিন গড়াচ্ছে, ততই বাড়ছে লম্বা লাইন। ঠিক যেভাবে নোটবন্দির সময় অথবা করোনা টিকার ডোজ নেওয়ার সময় লাইনে দাঁড়িয়ে ছিলেন উদ্বিগ্ন মানুষ।
advertisement
advertisement
এখন সেভাবেই গন্তব্য গ্যাস ডিলারদের দোকান। দোকান খোলার আগে সাত সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে পড়ছেন বহু মানুষ। এরপর দিনভর আর লাইনে লোক কমছে না। একদল যাচ্ছেন তো আরেক দল লাইনে এসে দাঁড়িয়ে পড়ছেন। এরইমধ্যে গ্রাহকরা খুব্ধ “লিঙ্ক ফেলিওর’ সমস্যায়। কারণ, বেশিরভাগ সময়েই লিংকের সমস্যায় কাজ এগোচ্ছে না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 21, 2023 2:45 PM IST










