Lottery News: কী কাণ্ড! এই দোকান থেকে লটারি কাটলেই কোটি টাকা মিলছে! উপচে পড়ছে ভিড়
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Lottery News: লটারির দোকানে পা রাখা যাচ্ছে না এত ভিড়! এখান থেকে লটারি কাটলেই লক্ষ্মীলাভ! কোটি টাকা পাচ্ছেন অনেকেই! কী করে সম্ভব? জানলে চমকে যাবেন
আলিপুরদুয়ার: গণেশের থেকে লটারি টিকিট কিনলেই হতে পারে লক্ষ্মীলাভ। সম্প্রতি এক চা বাগানের শ্রমিক গণেশর দোকান থেকে লটারির টিকিট কেটে জিতেছে এক কোটি টাকা। এরপরেই টিকিট কাটার ভিড় জমেছে গণেশের দোকানে। মাত্র ৩০ টাকার লটারি কেটে কোটিপতি হয়েছেন ডিমডিমা চা বাগানের যুবক শিবাজীত কুজুর।
আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকের ডিমডিমা চা বাগানের শ্রমিক শিবাজীত কুজুর রাতারাতি কোটিপতি হয়ে গেলেন গণেশের দোকান থেকে লটারির টিকিট কেটে।মাত্র ২৫ বছর বয়সী এই যুবক সম্প্রতি মাত্র ৩০ টাকার একটি লটারি টিকিট কেনেন, আর সেই টিকিটেই বাজিমাত হয় তার। গণেশের টিকিটেই বারবার কোটি টাকা পাচ্ছে গ্রাহকরা। গণেশ এখন লাকি চার্ম সকলের কাছে।
advertisement
advertisement
গণেশের বিক্রি করা টিকিট আগেও এক ব্যক্তিকে ছয় বছরের মধ্যে পরপর দুইবার দুই কোটি টাকা জিতিয়েছিল।২০২৫ সালেও গণেশের টিকিটই কোটিপতি বানিয়ে দিল শিবাজীত কুজুরকে। এই অবিশ্বাস্য জয়ে ডিমডিমা চা বাগানে উচ্ছ্বাসের বন্যা বয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা আনন্দে মেতে উঠেছেন। শিবাজীতের পরিবার ও সহকর্মীদের মধ্যে খুশির জোয়ার লক্ষ্য করা গিয়েছে। এরপর থেকেই যথেষ্ট ভিড় দেখা যাচ্ছে গণেশের লটারি দোকানে। এমনকি রাস্তাতেও টিকিট নিয়ে বের হলে গণেশের পিছু নেন গ্রাহকরা।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 19, 2025 6:24 PM IST