Alipurduar News: পুরী থেকে জগন্নাথ এল হ‍্যামিল্টনগঞ্জে , ধুমধাম করে পালিত হল স্নানযাত্রা, উপচে পড়ছে ভক্তের ঢল

Last Updated:

Alipurduar News: হ্যামিল্টনগঞ্জ হরি মন্দিরে পালিত হল স্নান যাত্রা। পুরি ধাম থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি এনে প্রতিষ্ঠিত করা হয়েছে।

+
বিগ্রহ

বিগ্রহ

আলিপুরদুয়ার: হ্যামিল্টনগঞ্জ হরি মন্দিরে পালিত হল জগন্নাথ দেবের স্নান যাত্রা। পুরি ধাম থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি এনে প্রতিষ্ঠিত করা হয়েছে। আজ প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা আয়োজিত হল৷
প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নানযাত্রা হয় বলে একে ‘স্নান পূর্ণিমা’ বা ‘দেবস্নান পূর্ণিমা’ বলা হয় ৷ প্রথমে জগন্নাথ, তারপর বলরাম এবং শেষে সুভদ্রার পুজো করে নিয়ে যাওয়া হয় স্নানের জন্য।এই স্নানের পর সাজানো হয় দেব, দেবীদের।স্নান যাত্রার পর থেকে অধীর আগ্রহে অপেক্ষা করা হয় রথ যাত্রার। শুধু হ্যামিল্টনগঞ্জ নয়, এদিন ফালাকাটাতেও ভোরে নদীতে নিয়ে গিয়ে স্নান করানো হয় তিন দেব, দেবীর বিগ্রহের।
advertisement
advertisement
হ‍্যামিল্টনগঞ্জ হরি মন্দিরের পুরোহিত গোপাল রায় জানান, “পুরি ধাম থেকে আসল নিম কাঠের তৈরি জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি আনার ইচ্ছে ছিল। এবারে সকলে টাকা জমিয়ে তা পূরণ করলাম। জগন্নাথ দেবের নিত্য সেবা চলছে। রোজ কীর্তন বসানো হচ্ছে।”
advertisement
জানা যায়, নিয়মমাফিক জগন্নাথ দেব সঙ্গে সুভদ্রা ও বলরাম দেবের পাঁচ বার ভোগ দেওয়া হচ্ছে। তবে এবারে এই মন্দিরে রথ হবে না।রথের দিন তিন দেব, দেবীকে সাজিয়ে নগর পরিক্রমা করানো হবে।রথ উপলক্ষে বিশেষ ভোগ দেওয়া হবে সাত দিন ধরে।
advertisement
Annanya Dey
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: পুরী থেকে জগন্নাথ এল হ‍্যামিল্টনগঞ্জে , ধুমধাম করে পালিত হল স্নানযাত্রা, উপচে পড়ছে ভক্তের ঢল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement