Election Results 2024: সকাল থেকেই ভিন্ন ছবি কোচবিহারে, গণনা কেন্দ্রের বাইরে মেলার আমেজ

Last Updated:

Election Results 2024: দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের ভিড় থাকার কারণে বিক্রিও হচ্ছে যথেষ্ট। মাখা ফল বিক্রেতা নকুল রায়ের যথেষ্ট ভাল বিক্রি বাটা হয়েছে

+
কোচবিহারের

কোচবিহারের গণনা কেন্দ্রের আশেপাশের ছবি

কোচবিহার: দেশ জুড়ে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গণনার কাজ। তবে কোচবিহার লোকসভার গণনা কেন্দ্রের ছবিটা এদিন সকাল থেকেই যেন কিছুটা আলাদা। বৃষ্টির কারণে গণনা কেন্দ্রে পৌঁছনোর আগেই অস্বস্তিতে পড়েন কাউন্টিং এজেন্ট ও সমর্থকরা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হয়ে যায়। ফলে রাস্তায় সাধারণ মানুষের আনাগোনা ও কর্মী-সমর্থকদের ভিড় দেখতে পাওয়া যায়। গণনা কেন্দ্রের এলাকার রাস্তার পাশে প্রায় সমস্ত দলের কর্মী-সমর্থকদের বসার জায়গা তৈরি করা হয়েছিল। বিপুল জনসমাগম হওয়ায় ফেরিওয়ালারাও বিভিন্ন জিনিস নিয়ে সেখানে বসে পড়েন, শুরু হয়ে যায় বিক্রি বাটা।
কোচবিহারের এক ব্যবসায়ী মনোরঞ্জন বিশ্বাস জানান, সকাল থেকে বৃষ্টির কারণে দোকান সাজিয়ে বসতে অনেকটাই সময় লেগে গিয়েছে। তবে আর বৃষ্টি না আসায় বিক্রি বেড়েছে অনেকটাই। তিনি চা, রুটি এবং সবজির দোকান নিয়ে বসেছেন। দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের ভিড় থাকার কারণে বিক্রিও হচ্ছে যথেষ্ট।
advertisement
advertisement
মাখা ফল বিক্রেতা নকুল রায় বলেন, সকাল থেকেই বহু মানুষ ভিড় জমাতে শুরু করেছিলেন গণনা কেন্দ্রের আশেপাশে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রিও কিছুটা বেড়েছে। বহু মানুষ খিদে পেটে গণনা কেন্দ্রে চলে এসেছিলেন, তাঁরাই কিনে খাচ্ছেন। তিনিও জানান ব্যবসা ভাল হচ্ছে।
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Election Results 2024: সকাল থেকেই ভিন্ন ছবি কোচবিহারে, গণনা কেন্দ্রের বাইরে মেলার আমেজ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement