Lok Sabha Election 2024: শেষ বেলার প্রচারের জমজমাট জলপাইগুড়ি

Last Updated:

Lok Sabha Election 2024: বুধবার সকাল সকাল প্রচারে বের হন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ জয়ন্ত কুমার রায় এবং বাম প্রার্থী দেবরাজ বর্মন'ও এদিন সাত সকালেই ভোট প্রচারে বেরিয়ে পড়েন

+
লোকসভা

লোকসভা ভোটে শেষ প্রচার

জলপাইগুড়ি: ১৯ এপ্রিল প্রথম দফার ভোট। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বুধবার , ১৭ এপ্রিল প্রথম দফার ভোটের প্রচার শেষ হয়ে গেল। ফলে এদিন সবকটি রাজনৈতিক দলই জোড়কদমে প্রচার চালায়। শুক্রবার প্রথম দফার নির্বাচনে বাংলার জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভোট হবে।
বুধবার সকাল সকাল প্রচারে বের হন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ জয়ন্ত কুমার রায় এবং বাম প্রার্থী দেবরাজ বর্মন’ও ইন সাত সকালেই ভোট প্রচারে বেরিয়ে পড়েন। নির্মলবাবু যেখানকার বিধায়ক সেই ধূপগুড়ির পুর এলাকায় ভোট প্রচার করেন। ওয়ার্ডে ওয়ার্ডে ঘোরেন।
advertisement
advertisement
বাম ও বিজেপি প্রার্থীররা কেউ রাজগঞ্জে, আবার কেউ মালবাজার কিংবা কেউ চা বলয়কে কেন্দ্র করে শেষ মুহূর্তের জনসংযোগ সারেন। যেখানে প্রার্থীরা পৌঁছতে পারছেন না সেখানে টোটো গাড়িতে মাইক বেঁধে রাজনৈতিক দলের কর্মীরা প্রচার চালান। এর আগে জলপাইগুড়িতে এসে নিজের দলের প্রার্থীর সমর্থনে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দলীয় প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে পদযাত্রা করেন জলপাইগুড়িতে।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Lok Sabha Election 2024: শেষ বেলার প্রচারের জমজমাট জলপাইগুড়ি
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement