Lok Sabha Election 2024: রাজ্যের কেন চা মন্ত্রক নেই? ভোটের মুখে প্রশ্ন বিজেপি বিধায়কের

Last Updated:

Lok Sabha Election 2024: চা নিয়ে আলাদা কোনও আইন শ্রমিকদের সুবিধার্থে তৈরি করেনি রাজ্য সরকার, এমনটাই অভিযোগ বিরোধীদের। কোনরকম সুযোগ-সুবিধা না পেয়েই শ্রমিকরা কাজের প্রতি আগ্রহ হারাচ্ছেন

+
চা

চা শ্রমিক 

আলিপুরদুয়ার: লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে আলাদা চা মন্ত্রকের দাবি জানালেন কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামা। পশ্চিমবঙ্গে চা শিল্প অন্যতম বড় শিল্প। কিন্তু এই শিল্পটিকেই অবহেলার নজরে দেখে রাজ্য সরকার, এমনই অভিযোগ করেছেন ওই বিজেপি বিধায়ক। দেশে এবং বিদেশের বাজারে বিক্রি হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের চা। প্রচুর মুনাফাও হয়। তারপরেও এই শিল্পের প্রতি বঞ্চনা করে যাচ্ছে রাজ্য সরকার, এমনই অভিযোগ বিশাল লামার।
চা নিয়ে আলাদা কোনও আইন শ্রমিকদের সুবিধার্থে তৈরি করেনি রাজ্য সরকার, এমনটাই অভিযোগ বিরোধীদের। কোনরকম সুযোগ-সুবিধা না পেয়েই শ্রমিকরা কাজের প্রতি আগ্রহ হারাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। রাজ্য সরকার মালিকপক্ষকে বেশি সুবিধা দিয়ে থাকে বলে জানা বিশাল লামা। তিনি বলেন, শ্রমিক-মালিক অসন্তোষের জেরে একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে। সেই চা বাগান খোলার বিন্দুমাত্র ইচ্ছে প্রকাশ করে না রাজ্য সরকার। শুধুমাত্র মালিকদের স্বার্থকে প্রাধান্য দিচ্ছে রাজ্য। শ্রমিকরা এই বিষয়টি বুঝতে পেরেছেন।
advertisement
advertisement
কেন রাজ্য সরকারের আলাদা করে চা মন্ত্রক থাকবে না সেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন এই বিজেপি বিধায়ক। চা বাগানের শ্রমিকদের এখানকার আবাসিক বলতে নারাজ রাজ্য সরকার, এমনটাই দাবি বিজেপি বিধায়কের। তাই তাদেরকে জমির পাট্টা শুধু দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, বছর পর বছর কাজ করে চললেও চা শ্রমিকরা সরকারের থেকে কোন‌ও সুযোগ সুবিধা পায় না। এদিকে রাজনৈতিক মহলের একাংশের ধারণা, লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই বিজেপি বিধায়ক বিশল লামা এই অভিযোগ তুলেছেন। কারণ গেরুয়া শিবিরের লক্ষ্য চা শ্রমিকদের ভোট।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Lok Sabha Election 2024: রাজ্যের কেন চা মন্ত্রক নেই? ভোটের মুখে প্রশ্ন বিজেপি বিধায়কের
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement