Lok Sabha 2024: কোচবিহারের প্রভাব পুরুলিয়ায়? সিপিএম-ফরওয়ার্ড ব্লকের দ্বিপাক্ষিক বৈঠকে কাটল না জট
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:UJJAL ROY
Last Updated:
Lok Sabha 2024: জোটের জটে ফেঁসে রয়েছে বামেদের প্রার্থী তালিকা। রবিবার তাই বামেদের প্রার্থী তালিকা প্রকাশও অনিশ্চিত রয়ে গেল। জট কাটাতে শনিবার দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিল বামফ্রন্টের দুই শরিক সিপিএম ও ফরওয়ার্ড ব্লক।
কোচবিহারঃ জোটের জটে ফেঁসে রয়েছে বামেদের প্রার্থী তালিকা। রবিবার তাই বামেদের প্রার্থী তালিকা প্রকাশও অনিশ্চিত রয়ে গেল। জট কাটাতে শনিবার দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিল বামফ্রন্টের দুই শরিক সিপিএম ও ফরওয়ার্ড ব্লক। কিন্তু পুরুলিয়ার আসন ছাড়তে নারাজ ফরওয়ার্ড ব্লক নিজেদের দাবিতে অনড় থাকায় আলোচনায় কোনও আশানুরূপ ফল পেল না আলিমুদ্দিন স্ট্রিট।
অবশ্য ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব-এর দায় কংগ্রেসের ঘাড়েই চাপিয়েছে। কেনও? এদিন কোচবিহার লোকসভা কেন্দ্রের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। এখানে বামফ্রন্টের তরফে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ঘোষণা করা হলেও সেখানে প্রার্থী দিয়েছিল কংগ্রেস। দলের তরফে মনোনয়ন প্রত্যাহারের কথা থাকলেও শেষ পর্যন্ত তা করা যায়নি। দলের পক্ষ থেকে এটাকে পদ্ধতিগত ত্রুটি বলে ব্যাখ্যা করা হলেও তা মানতে নারাজ ফরওয়ার্ড ব্লক। এদিন দ্বিপাক্ষিক বৈঠকে সেই বক্তব্য তুলে ধরেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। এর পরেই পুরুলিয়া নিয়ে আর আলোচনায় আগ্রহ দেখাননি বাম শরিক ফরওয়ার্ড ব্লক। সিপিএমের তরফে চেষ্টা করা হলেও তা ভেস্তে গিয়েছে বলেই সূত্রের খবর। রবিবার প্রার্থী তালিকা নিয়ে তাই ধোয়াসা থেকেই গেল বলে মনে করা হচ্ছে। গত শুক্রবার প্রার্থী তালিকা প্রকাশ করতে চেয়েছিল রাজ্য বামফ্রন্ট। দীর্ঘ সময় বৈঠকেও বসেছিল বাম নেতৃত্ব। কিন্তু তারপরেও কিছুতেই জট না কাটায় রবিবার প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়ে দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সেই কারণেই শনিবার ফরওয়ার্ড ব্লকের সাথে দ্বিপাক্ষিক বৈঠক ডেকে আলোচনা করে মীমাংসা করতে চেয়েছিলো আলিমুদ্দিন স্ট্রিট। কিন্তু শেষ পর্যন্ত তাতে কোনও আশার আলো দেখা যায়নি।
advertisement
advertisement
কোচবিহার কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন জমা দেওয়া নিয়ে বাম কংগ্রেস চাপানউতর চলছিল। কিন্তু শেষমুহূর্তে কংগ্রেস প্রার্থী পিয়া রায় চৌধুরী মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত নেন বলে সূত্রের খবর। তবে কমিশনের নিয়মে আটকে গেল কংগ্রেসের মনোনয়ন প্রত্যাহার। প্রসঙ্গত, শনিবারই প্রথম দফা ভোটের জন্য মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। কোচবিহার কেন্দ্রে বাম শরিক ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস একসঙ্গে প্রার্থী দেওয়ার পর থেকেই জোটের কাঁটা জোরদার হয়। ফরওয়ার্ড ব্লক এই কেন্দ্রে নীতীশচন্দ্র রায়কে প্রার্থী করেছে। এদিকে কংগ্রেসও তাদের যে তালিকা ঘোষণা করে, তাতে দেখা যায় কোচবিহার কেন্দ্রটি রয়েছে। যা নিয়ে সিপিএমকে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়।
advertisement
বামফ্রন্টের তরফে কংগ্রেসের কাছে এই আসন থেকে প্রার্থিপদ প্রত্যাহারের জন্য আহ্বান জানানো হয়। কিন্তু যে কোনও কারণেই হোক না কেনও প্রার্থী পদ প্রত্যাহার না হওয়ায় শেষপর্যন্ত কোচবিহারে বাম-কংগ্রেস জোট ভেস্তেই গেল। ফরওয়ার্ড ব্লকের এক শীর্ষ নেতা জানিয়েছেন, “জোট কখনও এক তরফা হয় না। মনোনয়ন তোলার চাইতেও বড় কথা কোচবিহারে বামেদের তরফে প্রার্থী দেওয়ার পর কংগ্রেস প্রার্থী দিল কেনও? সে কংগ্রেস যেটা ভাল বুঝেছে করেছে। তবে, এর পরে পুরুলিয়া নিয়ে আলোচনা করে আর কী লাভ আছে? সেই রাস্তা তো কংগ্রেসই বন্ধ করেছে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 31, 2024 4:25 PM IST