Lok Sabha 2024: ওয়েবকুপার রাজ্য সম্মেলনে বিতর্ক, কমিশনে নালিশ কংগ্রেসের, শোকজ বিশ্ববিদ্যালয়!
- Published by:Salmali Das
- Reported by:Sebak Deb Sarma
Last Updated:
Lok Sabha 2024: পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতি (ওয়েবকুপার)-র রাজ্য সম্মেলন ঘিরে বিতর্ক। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে শনিবার অনুষ্ঠিত হয় রাজ্য সম্মেলন। ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ কংগ্রেসের।
সেবক দেবশর্মা, মালদহ: পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতি (ওয়েবকুপার)-র রাজ্য সম্মেলন ঘিরে বিতর্ক। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে শনিবার অনুষ্ঠিত হয় রাজ্য সম্মেলন। ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ কংগ্রেসের। নির্বাচনী আদর্শ আচরণ বিধি চালু হয়ে যাওয়ার পর সরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের সম্মেলনের অনুমতি দেওয়ায় নির্বাচন কমিশনের দ্বারস্থ কংগ্রেস। শোকজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শোকজ করল নির্বাচন কমিশন। সম্মেলনে উপস্থিত ওয়েব কুপার রাজ্য সভাপতি তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
যদিও নির্বাচন কমিশনে বিরোধীদের অভিযোগ এবং কমিশনের শোকজ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি সংগঠনের সভাপতি তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, আমি যতটুকু জানি ওয়েবকুপার স্থানীয় সংগঠন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে অনুমতি নিয়েই সম্মেলনের আয়োজন করেছে। এখন নির্বাচন কমিশন দেখবে।
advertisement
advertisement
যদিও নির্বাচন কমিশনের শোকজের পরেও নিজেদের অবস্থানে অনড় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিয়ম মেনে দেওয়া হয়েছে অনুমতি। সঠিক সময়ে দেওয়া হবে নির্বাচন কমিশনের শোকজের উত্তর। জানিয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস।এদিকে কংগ্রেসের পাশাপাশি সরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের ভোটের মুখে এদিনের রাজ্য সম্মেলন নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপিও।
advertisement
বিজেপির মালদহ উত্তর কেন্দ্রের প্রার্থী খগেন মুর্মু বলেন, রাজ্যে বিশ্ববিদ্যালয় গুলিকে তৃণমূল রাজনীতিকরণ করেছে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ভোট প্রচার খুলে ফেলা হচ্ছে। অথচ, বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী, তাঁর ভাইপো এবং শিক্ষামন্ত্রীর ছবি ঝুলিয়ে সম্মেলন হচ্ছে। বিষয়টি অনৈতিক শুধু নয়, সরাসরি নির্বাচনবিধি ভঙ্গের সামিল।এদিন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার রাজ্য সম্মেলনে রাখঢাক না করেই তৃণমূল সরকারের পক্ষে এবং প্রার্থীদের হয়ে প্রচার চালানোর বার্তা দেওয়া হয়। রাজ্য সম্মেলনে হাজির হয়েছিলেন মালদহের দুই কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং শাহনওয়াজ আলী রায়হান। তাঁরা বক্তব্যও রাখেন মঞ্চে।
advertisement
সম্মেলনে মন্ত্রী গোলাম রাব্বানী, সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন। রাজ্যসভার সংসদ মৌসুম বেনজির নুর প্রমূখ উপস্থিত ছিলেন। রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে হাজারেরও বেশি অধ্যাপক প্রতিনিধি যোগ দিয়েছেন রাজ্য সম্মেলনে।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 31, 2024 1:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha 2024: ওয়েবকুপার রাজ্য সম্মেলনে বিতর্ক, কমিশনে নালিশ কংগ্রেসের, শোকজ বিশ্ববিদ্যালয়!