Indian Railways: দিল্লির জন্য আরও স্পেশাল ট্রেন চলবে বাংলা থেকে! কোথা থেকে কবে ছাড়ছে জানুন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Malda News: হোলি পরবর্তীতে যাত্রীদের ভিড় বেড়েছে, মালদহ থেকে দিল্লি নতুন স্পেশাল ট্রেন, আরও দুটি স্পেশাল ট্রেনের সময় বৃদ্ধি
advertisement
advertisement
রেল সূত্রে জানা গিয়েছে, পূর্ব রেলওয়ে মালদহ টাউন, ভাগলপুর ও নিউ দিল্লির মধ্যে দুটি ট্রেন চলাচল করবে। মালদহ টাউন - আনন্দ বিহার এবং ভাগলপুর - নতুন দিল্লি। রেল সূত্রে জানা গিয়েছে,০৩৪১৩ মালদহ টাউন - নিউ দিল্লি স্পেশাল ট্রেনটি ৩১ মার্চ, ৪ ও ৭ এপ্রিল চলবে। ট্রেনটি সকাল ০৭:১০ নাগাদ মালদহ টাউন থেকে ছাড়বে। পরের দিন সকাল ০৭:৩০ নাগাদ নিউ দিল্লি পৌঁছাবে।
advertisement
০৩৪১৪ নিউ দিল্লি - মালদহ টাউন স্পেশাল ট্রেনটি ০১,০৫ ও ০৮ এপ্রিল সকাল ১০:৩০ নাগাদ নিউ দিল্লি থেকে ছাড়বে। পরের দিন সকাল ০৭:৫৫ নাগাদ মালদহ টাউনে পৌঁছাবে। এই ট্রেনটি যাওয়া-আসা দুই দিক দিয়েই পূর্ব রেলের নিউ ফরাক্কা, বারহারওয়া, সাহেবগঞ্জ, কাহালগাঁও, ভাগলপুর, সুলতানগঞ্জ, বারিয়ারপুর, জামালপুর, ধরহারা, আভায়পুর এবং কাজরা স্টেশনে থামবে। ট্রেনে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং এয়ার-কন্ডিশনড ব্যবস্থা থাকবে।
advertisement
advertisement