Local News: দক্ষিণের বিখ্যাত মিষ্টি গিয়ে পৌঁছল উত্তরের জেলায়, হৈ হৈ করে বিক্রি

Last Updated:

সব ধান থেকে মোয়া তৈরি হয় না। শুধুমাত্র কনকচূড় ধানের খই থেকেই এই মোয়া তৈরি করা হয়

+
জয়নগরের

জয়নগরের মোয়া

কোচবিহার: এমনিতেই এই মিষ্টির রয়েছে আলাদা একটা জনপ্রিয়তা। এবার দক্ষিণ থেকে সেই মিষ্টি পাড়ি দিয়েছে উত্তরের জেলা কোচবিহারে। ভোজন রসিক বাঙালিদের কাছে যা অতি সুখবর। জনপ্রিয় এই মিষ্টি এবার মিলছে জেলা শহরের রাস্তায়। রাজার শহর কোচবিহারের রাস্তায় রাস্তায় ফেরি করে এক ব্যক্তি এই মিষ্টি বিক্রি করে চলছেন। এমনই দৃশ্য দেখা মিলল কোচবিহারে। মাথায় উপরে একটি ডালিতে করে তিনি প্রতিদিন এই মিষ্টি বিক্রি করে চলেছেন। বহু উৎসুক মানুষ ডেকে নিয়ে কিনছেন এই সুস্বাদু মিষ্টি।
জয়নগরের মোয়া বিক্রেতা দেব কুমার মণ্ডল জানান, খেজুর গাছের রস ভাল করে জাল দিয়ে তৈরি হয় নলেন গুড়। আর এই গুড়ের সঙ্গে কনকচূড় ধানের খই, কাজু, কিসমিস, খোয়াক্ষীর, এলাচ গুঁড়ো দিয়ে বানানো হয় এই সুস্বাদু মিষ্টি। জয়নগরের মোয়া নামে পরিচিত এই মিষ্টির রয়েছে আলাদা জনপ্রিয়তা। মূলত দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে এই মোয়া তৈরি হয় বলেই এই মিষ্টির নাম এমন। তবে কোচবিহারের কোন‌ও মিষ্টির দোকানে এতদিন এই মোয়া কিনতে পাওয়া যেত না। তবে বিক্রেতা দেব কুমার মণ্ডলের হাত ধরে বর্তমানে সেই সুযোগ এসে গিয়েছে তাদের সামনে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সব ধান থেকে মোয়া তৈরি হয় না। শুধুমাত্র কনকচূড় ধানের খই থেকেই এই মোয়া তৈরি করা হয়। তাতে মোয়ার স্বাদ এবং গন্ধ খুবই ভাল হয়। এই ধানের দাম ছয় হাজার টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়। সেই সঙ্গে ভাল মোয়া বানাতে দরকার ভাল নলেন গুড়। বর্তমানে কোচবিহারে জয়নগরের মোয়া ১৩০ থেকে ১৫০ টাকা প্যাকেট মূল্যে বিক্রি করা হচ্ছে। প্রতি প্যাকেটে ১০ থেকে ১২ টি করে মোয়া থাকছে। এই মোয়া কিনতে বহু মানুষ রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছেন।
advertisement
সার্থক পণ্ডিত
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Local News: দক্ষিণের বিখ্যাত মিষ্টি গিয়ে পৌঁছল উত্তরের জেলায়, হৈ হৈ করে বিক্রি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement