Bengali News: ২৬৭ বছর আগে রাজা কৃষ্ণচন্দ্রের শুরু করা এই মেলায় বিধবারা আগামী জন্মের জন্য প্রার্থনা করেন

Last Updated:

সধবা এবং বিধবা সব মহিলারাই ভগবান রাম-সীতার কাছে অর্ঘ্য নিবেদন করেন। সধবারা প্রার্থনা করেন, যাতে আমৃত্যু সধবা হয়েই থাকেন

+
কৃষ্ণগঞ্জের

কৃষ্ণগঞ্জের শিব নিবাস মন্দির

নদিয়া: আনুমানিক ২৬৭ বছর আগে রাজা কৃষ্ণচন্দ্র সাড়ম্বরের শুরু করেছিলেন কৃষ্ণগঞ্জ শিবনিবাসের মেলার। আড়াই শতকের পুরনো এই মেলায় আগে দূরদূরান্ত থেকে আসতেন মূলত বিধবারাই। তবে সেই দিন আর নেই এখন। বর্তমানে বিধবা মহিলারা ছাড়াও নারী-পুরুষ নির্বিশেষে সকলেই কৃষ্ণগঞ্জের শিবনিবাসের এই মেলায় উপস্থিত হন। এই মেলা চলে শিবরাত্রি পর্যন্ত। দূর দূরান্ত থেকে ছোট-বড় এবং মাঝারি ব্যবসায়ীরা বিভিন্ন স্টল দেন মন্দির চত্বরে। যেখানে পাওয়া যায় বিভিন্ন মুখরোচক খাবার থেকে শুরু করে পুতুল, খেলনা ও রকমারি জিনিসপত্র।
এই মেলার বিশেষত্ব, সধবা এবং বিধবা সব মহিলারাই ভগবান রাম-সীতার কাছে অর্ঘ্য নিবেদন করেন। সধবারা প্রার্থনা করেন, যাতে আমৃত্যু সধবা হয়েই থাকেন। বিধবারা প্রার্থনা করেন, তাঁরা যেন আগামী জন্মে বিধবা না হন। এই মেলার অন্য একটি বৈশিষ্ট্য হল খই। বিভিন্ন জায়গা থেকে দোকানদাররা আসেন এই মেলায় খই নিয়ে। ভক্তরা পুজো দেওয়ার পর কিছুটা খই কিনে নিয়ে বাড়ি যান।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস মন্দিরে আছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। সারা বছরই দূর দূরান্ত থেকে ভক্তের দল আসে এখানে পুজো দিতে। বিশেষত শিবরাত্রিতে ভক্তের ঢল দেখা যায়। এ বছরও তাঁর অন্যথা হয়নি। ভীম একাদশীর দিন মেলা শুরু হওয়া থেকেই ভক্তের ঢল দেখা যাচ্ছে শিবনিবাস মন্দির চত্বরে। মন্দির কর্তৃপক্ষের থেকে জানা গিয়েছে, এই ভিড় থাকবে শিবরাত্রি পর্যন্ত। পুলিশ প্রশাসনের ভূমিকাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেই কারণে সুস্থ ও স্বাভাবিকভাবেই দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা এসে পুজো দিতে পারছেন শিব নিবাস মন্দিরে।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: ২৬৭ বছর আগে রাজা কৃষ্ণচন্দ্রের শুরু করা এই মেলায় বিধবারা আগামী জন্মের জন্য প্রার্থনা করেন
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement