Jalpaiguri News: খেয়ে ফেলল আস্ত ছাগল! তারপর খাঁচার মধ্যে যা হল লেপার্ডের
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
আস্ত ছাগল শেষ করার পর শেষ নিশ্বাস হল না লেপার্ড খাঁচার মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ লেপার্ড । প্রাথমিক তদন্তের পর কীভাবে মৃত্যু হল পূর্ণবয়স্ক লেপাটের
জলপাইগুড়ি: আস্ত ছাগল শেষ করল লেপার্ড। চা বাগানের মাঝে বনদফতরের পাতা খাঁচায় ধরা পড়েছিল এক পূর্ণবয়স্ক পুরুষ লেপার্ড। বণকর্মীরা উদ্ধার করে নিয়ে যাওয়ার পথে সেই লেপার্ডের মৃত্যু হয়। মৃত্যুর কারণ খুঁজতে ইতিমধ্যেই তার শরীরে ময়নাতদন্ত শুরু হয়েছে। গতকাল রাতে মাল বাজার ব্লকের গুডহোপ চা বাগানের ১০নম্বর আবাদি এলাকায় বনদফতর খাঁচা পেতে ছিল কারণ সেই এলাকায় মাঝে মধ্যে শ্রমিকদের উপর আক্রমণ করছিল লেপার্ড। তারপর তাকে খাঁচা বন্দি করে। লাটাগুড়ি নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। এই বিষয়ে বন দফতর জানিয়েছেন, সম্ভবত খাঁচার মধ্যে অত্যাধিক লাফালাফি জন্য মাথায় আঘাত লাগতে পারে। সেই কারণে মৃত্যু হতে পারে। ময়নাতদন্ত শুরু হয়েছে সামগ্রিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে। সব বিষয় ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট এলে জানা যাবে।
সেখানকার রেঞ্জার ধ্রুবজ্যোতি বিশ্বাস জানান কী কারণে মৃত্যু হয়েছে তা পুরোটা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের পর পুরো বিষয় উঠে আসবে। খাঁচা বন্দি হয়েছিল গতকাল রাতে লেপার্ডটি বনকর্মীরা তাকে বন্দী খাচায় নিয়ে আসছিল হঠাৎ নিয়ে আসার পর দেখা যায় তার মৃত্যু হয়।
advertisement
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 11, 2025 5:39 PM IST










