Jalpaiguri News: আতঙ্কের অবসান! গয়েরকাটার বন দফতরের খাঁচায় ধরা পড়ল ওটা কী?
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
কখনও ছোট্ট শিশুকে তুলে নিয়ে যাচ্ছে, কখনও শ্রমিকের ওপর অতর্কিত আক্রমণ, কখনও আবার গ্রামের গৃহপালিত প্রাণীর ওপর হামলা...! অতিষ্ঠ গ্রামবাসী ঘাতককে ধরতে ফাঁদ পাততেই চক্ষু চড়কগাছ! গয়েরকাটা চা বাগানে আবারও খাঁচাবন্দি লেপার্ড
সুরজিৎ দে, জলপাইগুড়ি: কখনও ছোট্ট শিশুকে তুলে নিয়ে যাচ্ছে, আবার কখনও শ্রমিকের ওপর অতর্কিতে আক্রমণ, কখনও আবার গ্রামের গৃহপালিত প্রাণীর ওপর হামলা…! অতিষ্ঠ গ্রামবাসী ঘাতককে ধরতে ফাঁদ পাততেই চক্ষু চড়কগাছ! গয়েরকাটা চা বাগানে আবারও খাঁচাবন্দি হল লেপার্ড। একের পর এক এমন মর্মান্তিক ঘটনার পর বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ল ঘাতক লেপার্ড। রবিবার ভোরে গয়েরকাটা চা বাগান এলাকায় স্থানীয়দের নজরে আসে লেপার্ডের চলাফেরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বনকর্মীরা। দীর্ঘ পর্যবেক্ষণের পর বিশেষভাবে পাতা খাঁচায় ধরা হয় চিতাটিকে।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, ধরা পড়া চিতাটিকে প্রথমে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে গরুমারা জাতীয় উদ্যানে নিরাপদ পরিবেশে তাকে ছেড়ে দেওয়া হয়।প্রসঙ্গত, গত মাসের ২০ তারিখ গয়েরকাটা চা বাগানে হানা দিয়েছিল একটি লেপার্ড।
advertisement
advertisement
সেই ঘটনায় তিনজন শ্রমিক আহত হন। তাঁদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ভর্তি করতে হয় বীরপাড়া হাসপাতালে। তারপর থেকেই আতঙ্কে ছিলেন এলাকাবাসী। ঘাতককে ধরতে বন দফতরও শুরু করে টহলদারি ও নজরদারি। পাতা হয় বিশেষ খাঁচা। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ধরা পড়ল চিতাটি। বনকর্মীদের এই সাফল্যে খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় মানুষজন। বাগানের এক বাসিন্দা বলেন, “দিন-রাত আতঙ্কে কাটছিল। এখন অন্তত একটু নিশ্চিন্তে হাঁফ ছেড়ে বাঁচতে পারব।” জঙ্গলে মানুষের অনুপ্রবেশ ও বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হওয়ায় বারবার জনবসতিতে ঢুকে পড়ছে বন্যপ্রাণীরা। এই ঘটনা ফের সেই চিত্রকেই সামনে আনল। বন দফতর জানিয়েছে, এলাকার নজরদারি জারি থাকবে!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 21, 2025 6:36 PM IST