Leopard: বন্দি দশাতেই শাবকের জন্ম! লেপার্ড ডালিয়ার জন্য খুশির হাওয়া
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Leopard- দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে এখন খুশির হাওয়া। এই প্রথম কোন বন্যপ্রাণীর শাবক জন্ম নিল এখানে।
আলিপুরদুয়ার: নিষিদ্ধ রয়েছে প্রজনন, কিন্তু দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে এখন খুশির হাওয়া। এই প্রথম কোন বন্যপ্রাণীর শাবক জন্ম নিল এখানে। দশ বছরের লেপার্ড ডালিয়ার দুই সন্তানের চোখ ফুটেছে ২১ দিন পর। যা দেখে খুশি চিকিৎসক থেকে শুরু করে বন কর্মীরা।
জানা যায়, এই লেপার্ড ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগান থেকে উদ্ধার হয়েছিল। লেপার্ড আনার পর চিকিৎসকরা বুঝতে পারেন সেটি গর্ভবতী। এর পর থেকে সেটিকে নজরে রাখতে শুরু করে বনকর্মীরা।
আরও পড়ুন- মালদহে এবার ম্যাঙ্গো হাব? বড় পদক্ষেপ আম ব্যবসায়ীদের, সরাসরি চিঠি কেন্দ্রকে
ডালিয়া এর আগে কোনও কেন্দ্রে সন্তান জন্ম দেয়নি। কারণ এই কেন্দ্রে প্রজনন নিষিদ্ধ। এই কেন্দ্রে ডালিয়া এখন মা। যেহেতু বিড়াল প্রজাতির প্রাণী, এরা একটু এদিক ওদিক বুঝতে পারলে শাবককে মেরে ফেলে, তাই এমন প্রাণীর শাবকদের জন্মের ৭ থেকে ২১ দিনকে ডেঞ্জার পিরিয়ড হিসেবে দেখা হয়। শাবক দুটির বয়স ২১ দিন হয়ে যাওয়ায় খুশির হাওয়া এখানে।
advertisement
advertisement
প্রাণী চিকিৎসক উৎপল শর্মা জানান, ” মা ও শাবক ভাল রয়েছে।তবে আরো কিছুদিন নজর রাখা হবে।”
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 25, 2025 7:32 PM IST