GTA: গুরুংয়ের আমরণ অনশনে পাশে বিজেপি? পাহাড়ে কি ফের সমীকরণ বদলাচ্ছে?

Last Updated:

GTA: অনশন নিয়ে কোনো মন্তব্য না করলেও ঘুরিয়ে গুরুংকে খোঁচা দিয়েছেন অনীত থাপার দল।

ফের আসরে গুরুং
ফের আসরে গুরুং
#শিলিগুড়ি: গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুংকে সমর্থন বিজেপি সাংসদ রাজু বিস্তার। পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। "জিটিএর নির্বাচনের বিরুদ্ধে যদি কাল থেকে অনীত থাপা অনশনে বসেন, আমি গিয়ে ওনাকে খাদা পড়িয়ে আসবো। লড়াই বিমল, গুরুং, অনীত থাপা, অজয় এডওয়ার্ডের সঙ্গে নয়, লড়াই রাজ্যের সঙ্গেও নয়। লড়াই রাজ্যের ভুল নীতির বিরুদ্ধে। আর তাই যারা জিটিএর বিরোধীতায় অনশনে বসেছেন, তাদের প্রতি আমার সহানুভূতি থাকবে। ওদের পাশেই দাঁড়াবো।" আজ দার্জিলিংয়ে দলীয় নিজের বাসভবনে একথা বলেন সাংসদ রাজু বিস্তা। গুরুংয়ের ধর্ণা মঞ্চে যেতে পারেন বিস্তা বলে সূত্রের খবর।
অন্যদিকে অনশন নিয়ে কোনো মন্তব্য না করলেও ঘুরিয়ে গুরুংকে খোঁচা দিয়েছেন অনীত থাপার দল। "গনতন্ত্রে প্রতিটি রাজনৈতিক দলেরই আলাদা কর্মসূচী থাকে। তা নিয়ে আমরা কি বলবো! আমরা জিটিএর নির্বাচনে লড়ছি। প্রচার শুরু করেছি। কিন্তু অনশন, আন্দোলনের নামে যেন পাহাড়ে অশান্তি ছড়ানো না হয়। যদি কেউ তা করার চেষ্টা করে তাহলে তারাই হবে জাতি বিরোধী। দার্জিলিং বিরোধী।" দার্জিলিংয়ে বললেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সাধারন সম্পাদক অমর লামা।এদিকে সরাসরি আক্রমণ না করলেও গুরুংকে ভোটে লড়ার বার্তা তৃণমূলের। "জিটিএর নির্বাচন দীর্ঘদিন ধরে হয়নি। জিটিএ একটি বিধিবদ্ধ সংস্থা। মানুষ চেয়েছে। তাই ভোটের দিনক্ষন ঘোষণা হয়েছে। গনতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা রেখে সকলেরই নির্বাচনে অংশ নেওয়া উচিৎ। বিমল গুরুং কেন অনশনে বসেছেন, তা উনিই বলতে পারবেন। আর বিজেপির পায়ের তলায় মাটি নেই। তাই নির্বাচনে লড়ছে না।" শিলিগুড়িতে বললেন মেয়র গৌতম দেব।
advertisement
advertisement
অন্যদিকে আজ আমরণ অনশনে বসেই কেন্দ্রকে একহাত নেন গুরুং। "কেন্দ্রের ওপর আস্থা নেই। রাজ্যের ওপর আস্থা রয়েছে। তাই আমরা বিকল্প প্রস্তাব দিয়েছিলাম রাজ্যের হাতে। তা নিয়ে আলোচনা শুরু হোক। এটা চাই। রাজ্যের সঙ্গে সুসম্পর্ক রেখেই চলবো। ২০২৪ এবং ২০২৬-য়েও রাজ্যের সঙ্গে চলতে চাই। শান্তিপূর্ণভাবে আন্দোলন চলবে।
advertisement
তবে জিটিএ ভোট নয়।" বললেন গুরুং। সেইসঙ্গে জিটিএ বিরোধীদের একমঞ্চে আহ্বান গুরুংয়ের। নাম না করে অনীত থাপাকে আক্রমণ করেন গুরুং।২৭-এ ফের কেন্দ্রীয় কমিটির বৈঠক ডাকলেন মোর্চা সুপ্রিমো গুরুং। অনশন মঞ্চেই বৈঠক হবে। পরবর্তী রণনীতি ঠিক করবেন গুরুং।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
GTA: গুরুংয়ের আমরণ অনশনে পাশে বিজেপি? পাহাড়ে কি ফের সমীকরণ বদলাচ্ছে?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement