লাটাগুড়িতে রেললাইনের ওপর উড়ালপুল, গাছ কাটার প্রতিবাদ পরিবেশকর্মীদের

Last Updated:

পরিবেশ বিতর্ক জিইয়ে রেখেই, লাটাগুড়িতে উড়ালপুল নির্মাণে গাছ কাটার কাজ শুরু করল বন দফতর।

#লাটাগুড়ি: পরিবেশ বিতর্ক জিইয়ে রেখেই, লাটাগুড়িতে উড়ালপুল নির্মাণে গাছ কাটার কাজ শুরু করল বন দফতর। আজ একতিরিশ নম্বর জাতীয় সড়কে, ওই এলাকায় জারি করা হয় একশো চুয়াল্লিশ ধারা। নামানো হয় আধাসেনা। বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হন সাত পরিবেশকর্মী।
লাটাগুড়িতে ৩১ নম্বর জাতীয় সড়কে উড়ালপুল নির্মাণ। এনজেপি - কোচবিহার রেলপথের ওপর এই উড়ালপুল নির্মাণের দাবি দীর্ঘদিনের। জলপাইগুড়ি সফরে গিয়ে ফ্লাইওভার নির্মাণের জন্য সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কেন প্রয়োজন উড়ালপুল?
কেন প্রয়োজন ফ্লাইওভার?
advertisement
- ৩১ নম্বর জাতীয় সড়কে, ওই এলাকায় প্রবল যানজট
- রাস্তার গতি বাড়ানো দরকার
- লক্ষ্য এলাকার উন্নয়ন
advertisement
ওই উড়ালপুল নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি পরিবেশপ্রেমীদের।
কেন আপত্তি পরিবেশপ্রেমীদের?
- উড়ালপুল নির্মাণ করতে গেলে গাছ কাটতে হবে
- তাতে ৫২৮ টি গাছ কাটতে হবে
- ওই এলাকায় হাতির করিডোর রয়েছে
বৃহস্পতিবার, একশো চুয়াল্লিশ ধারা জারি করে শুরু হয় গাছ কাটা। নামানো হয় আধাসেনাও। বিক্ষোভ শুরু করেন স্থানীয় পরিবেশপ্রেমীরা। শুরু হয় ধস্তাধস্তি। আটক করা হয় সাতজনকে।
advertisement
যতদিন গাছ কাটা শেষ না হচ্ছে ততদিন একশো চুয়াল্লিশ ধারা জারি থাকবে। বিক্ষোভের আঁচও যে কমবে না তা স্পষ্ট করে দিয়েছেন পরিবেশপ্রেমীরা। বিকল্প হিসেবে আণ্ডারপাস তৈরির প্রস্তাবও দিয়েছেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
লাটাগুড়িতে রেললাইনের ওপর উড়ালপুল, গাছ কাটার প্রতিবাদ পরিবেশকর্মীদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement