Missing Son Returns After 35 Years: ‘পেটের দায়’ ১৩ বছর বয়সে ঘর ছেড়েছিল কিশোর, বছরের পর বছর পাওয়া যায়নি খোঁজ, ৩৫ বছর বাদে ঘটল ম্যাজিক

Last Updated:

Missing Son Returns After 35 Years: ছেলে নিখোঁজের পর শেষকৃত্য করেছিলেন পরিবারের সদস্যরা, ৩৫ বছর পর আচমকাই হাজির নিখোঁজ ছেলে

+
বাড়ি

বাড়ি ফিরে আসা নিখোঁজ জাহিদ শেখ

মালদহ: পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে নিখোঁজ হয়েছিলেন কিশোর। পেটের দায়ে মাত্র ১৩ বছর বয়সে বাড়ির লোকের হাল ধরতে কাজের উদ্দেশ্যে যেতে হয়েছিল ভিন রাজ্যে। তবে এমন পরিণতি হবে ভাবতে পারেননি বাড়ির কেউই। ভিন রাজ্যে পথ হারিয়ে দলছুট হয়ে নিখোঁজ হয়েছিলেন প্রায় ৩৫ বছর আগে। শেষকৃত্য পর্যন্ত করেছিলেন পরিবারের সদস্যরা। তবে কে জানত এভাবে যে ফিরে আসবে নিখোঁজ সেই কিশোর। ৩৫ বছর পর মধ্যবয়সি হয়ে বাড়ি ফিরলেন মালদহের কালিয়াচকের নিখোঁজ কিশোর জাহিদ শেখ। কাজে যাওয়ার সময় তাঁর বয়স ছিল ১৩ বছর। বর্তমানে তিনি প্রায় ৪৮ বছরের মধ্যবয়সী ব্যক্তি।
বাড়ি ফিরে আসা জাহিদ শেখ জানান, “পঞ্জাবে কাজের সময় ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি। প্রায় এক বছর অচেতন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। পরে ধীরে ধীরে সুস্থ হয়ে পাঞ্জাবেরই এক ব্যক্তির আশ্রয়ে কাজ শুরু করেন। সেখান থেকে কয়েক বছর পরে চলে যান দিল্লির গাজিয়াবাদে। সেখানে নতুন করে গড়ে ওঠে তাঁর জীবন সেখানেই বিয়ে করেন তিনি। বর্তমানে তাঁর সাত সন্তান রয়েছে। যাদের মধ্যে তিনজনের বিয়ে হয়েছে।”
advertisement
advertisement
পরিবারের এক সদস্য সুলতান শেখ জানান, “দীর্ঘ কয়েক বছর ধরে তাঁকে খোঁজাখুঁচি করে ছিলেন তাঁরা। তবে তাঁর কোন খোঁজ না পেয়ে অবশেষে ইসলামিক ধর্ম অনুযায়ী শেষকৃত্য করতে হয়েছিল জাহিদের। এখন ভাইকে এভাবে পেয়ে খুব ভাল লাগছে।”
advertisement
এদিন রাতে স্ত্রী ও সন্তানদের নিয়ে আচমকাই কালিয়াচকের যদুপুরে নিজের বাড়িতে এসে উপস্থিত হন জাহিদ। খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে তাঁকে এক ঝলক দেখতে গ্রামবাসীর ভিড় জমে বাড়িতে। দীর্ঘ ৩৫ বছর পর হারিয়ে যাওয়া মানুষটিকে জীবিত অবস্থায় ফিরে পেয়ে আনন্দ ও আবেগে ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। Input- JM Momin
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Missing Son Returns After 35 Years: ‘পেটের দায়’ ১৩ বছর বয়সে ঘর ছেড়েছিল কিশোর, বছরের পর বছর পাওয়া যায়নি খোঁজ, ৩৫ বছর বাদে ঘটল ম্যাজিক
Next Article
advertisement
West Bengal Weather Update: জাঁকিয়ে শীতের দেখা নেই রাজ্যে ! সব জেলাতেই কুয়াশা, কবে থেকে আরও নামতে পারে তাপমাত্রা ? জেনে নিন
জাঁকিয়ে শীতের দেখা নেই রাজ্যে ! সব জেলাতেই কুয়াশা, কবে থেকে আরও নামতে পারে তাপমাত্রা ?
  • জাঁকিয়ে শীতের দেখা নেই রাজ্যে !

  • সব জেলাতেই কুয়াশা,

  • কবে থেকে আরও নামতে পারে তাপমাত্রা ? জেনে নিন

VIEW MORE
advertisement
advertisement