Kite Flying Festival: হেরে গেল স্মার্টফোন! মকর সংক্রান্তিতে বাজিমাত পুরাতন ঐতিহ্যের, অবাক করা রঙ জলপাইগুড়িতে

Last Updated:

Kite Flying Festival in Jalpaiguri : জলপাইগুড়ি রঙিন হয়ে উঠেছে, বিক্রেতারা পসরা সাজিয়ে বসেছেন

+
ঘুড়ি

ঘুড়ি উৎসব

জলপাইগুড়ি: মকর সংক্রান্তি মানেই বাংলার আকাশে ঘুড়ি, আর সেই সঙ্গে ঘরে ঘরে তৈরি পিঠে। সকাল হতেই মকর সংক্রান্তি পালনের আনন্দমুখর সেই ছবিই ধরা পড়ল জলপাইগুড়িতে। ২০২৫ সাল আধুনিকতার সঙ্গে যুক্ত হলেও, এই পুরনো রীতি রেওয়াজের কোনও কমতি নেই। জলপাইগুড়ি শহরের ঘুড়ির উৎসবে এবার আরও এক নতুন মাত্রা যোগ করেছে বিশেষ ২০২৫ লেখা ঘুড়ি। বিশাল আকৃতির বিভিন্ন ধরনের ঘুড়ি নজর কাড়ছে শিশু থেকে বৃদ্ধ সকলের। সকাল থেকেই নীল আকাশে দেখা মিলছে রং বেরঙের উড়ন্ত ঘুড়ি। জলপাইগুড়ি রঙিন হয়ে উঠেছে। বিক্রেতারা পসরা সাজিয়ে বসেছেন, আধুনিকতা বাড়লেও প্রতি বছর ঘুড়ির বাড়তি চাহিদা জানান দেয়, ঘুড়ির প্রতি আকর্ষণ যেন দিন দিন বাড়ছে।
৫ টাকা থেকে শুরু করে ৫০ টাকার মধ্যে ঘুড়ি পাওয়া যাচ্ছে, বিভিন্ন আকারের ঘুড়ি বিক্রির পাশাপাশি একদম বিশাল আকৃতির ঘুড়িও বিকোচ্ছে। সকাল থেকেই ফাঁকা মাঠ আর তিস্তা নদীর তীরে ঘুড়ি ওড়াতে দেখা যায় বয়স নির্বিশেষে অনেককেই। লাটাই ধরে সুতো ছাড়া আর টানার এই ছবি যেন মনে করিয়ে দেয় পুরোনো সেই দিনের কথা! আজকের এই আধুনিক সময়েও, যেখানে প্রযুক্তি মানুষের প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ, সেখানেও বাংলার ঐতিহ্য যেন মুছে যায়নি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মুঠোফোনে আচ্ছন্ন থাকলেও, মকর সংক্রান্তি মানেই ঘুড়ি, পুলি পিঠে, আর এই অনুভূতিগুলো মানুষ ভুলে যায় নি। গ্রাম বাংলার ঐতিহ্য বজায় রেখেই শহরের মানুষেরাও নিজেদের পুরনো দিনে ফিরিয়ে নিয়ে আসছেন মকর সংক্রান্তির আসল আনন্দ।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Kite Flying Festival: হেরে গেল স্মার্টফোন! মকর সংক্রান্তিতে বাজিমাত পুরাতন ঐতিহ্যের, অবাক করা রঙ জলপাইগুড়িতে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement