Kidney: মানুষের কিডনির সঙ্গে জড়িয়ে রয়েছে এ গ্রামের নাম! হাড়হিম করা ঘটনা বাংলার এই গ্রামে
- Reported by:Piya Gupta
- hyperlocal
- Published by:Suman Biswas
Last Updated:
Kidney: প্রতিশ্রুতি মতো টাকা তাঁকে দেওয়া হয়নি বলে অভিযোগ তাঁর৷
উত্তর দিনাজপুর: আবারও সক্রিয় হয়ে উঠেছে উত্তর দিনাজপুরে কিডনি পাচার চক্র। টাকার প্রলোভনে পড়ে কিডনি বিক্রি করতে হচ্ছে গরীব হতদরিদ্র গ্রামবাসীদের। এইরকমই একটি ঘটনা আবারো প্রকাশ্যে আসে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিন্দোল গ্রামের জালিপাড়া এলাকায়। জানা যায় টাকার প্রলোভনে পড়ে কিডনি বিক্রি করতে হয়েছে এক মহিলাকে। যদিও প্রতিশ্রুতি মতো টাকা তাঁকে দেওয়া হয়নি বলে অভিযোগ তাঁর ৷ হেমতাবাদ ব্লকের চৈনগর এলাকার বাসিন্দা মাইজালি বর্মনের (৩৩) কিডনি টাকার বিনিময়ে কেটে নেওয়া হয় বলে অভিযোগ সেই মহিলার।
অভিযোগের তির জালিপাড়া এলাকার বাসিন্দা রবি জালির বিরুদ্ধে ।
মাইজালি বর্মনের অভিযোগ, তিনি তাঁর দুই মেয়ের বিয়ে দেওয়ার পর প্রচুর টাকার ঋণে জর্জরিত ছিলেন । গত চার মাস আগে রবি জালির সঙ্গে তাঁর আলাপ হয় ৷ এরপর থেকেই রবি জালি তাঁকে কিডনি বিক্রি করার জন্য প্রলোভন দেন । কিডনির বিনিময়ে ২৫ লক্ষ টাকা দেওয়া হবে তাঁকে জানান রবি জালি ।এই প্রস্তাবে রাজি হলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করে মাইজালি বর্মনের বাঁদিকের কিডনি কেটে নেওয়া হয় বলে অভিযোগ । যদিও তাঁকে কিডনির বিনিময়ে ২৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও মাত্র ৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ওই গৃহবধূ ৷
advertisement
advertisement
পরবর্তীতে আরও দেড় লক্ষ টাকা দিতে রাজি হলেও সেই টাকাও রবি জালি দেননি বলে জানান মাইজালি বর্মন । সেই দেড় লক্ষ টাকা গত চার জুন রবি জালির বাড়িতে চাইতে গেলে রবি জালি তাঁকে মারধর করে মাথা ফাটিয়ে দেন বলে অভিযোগ ।মারধরের পাশাপাশি মাইজালিকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে তিনি জানিয়েছেন ৷ রায়গঞ্জ থানায় মারধরের অভিযোগ দায়ের করেছেন মাইজালি বর্মন নামে ওই মহিলা।উল্লেখ্য, একটা সময়ে রায়গঞ্জ ব্লকের বিন্দোল গ্রামপঞ্চায়েতের বিভিন্ন এলাকা কিডনি পাচার চক্রের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল । এই পাচার চক্রের মূল পাণ্ডা হিসেবে নাম উঠেছিল বিন্দোলের জালিপাড়া এলাকার বাসিন্দা রেজ্জাক ও কুদ্দুসের । যাকে ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে । দীর্ঘদিন এই কিডনি পাচার চক্র বন্ধের দাবিতে আন্দোলন করে আসছেন ওই এলাকার বাসিন্দা তথা সমাজকর্মী অশোককুমার রায় । সেই আন্দোলনের জেরে সতর্ক হয় প্রশাসন । পরবর্তী সময়ে প্রশাসনিক হস্তক্ষেপে বন্ধ হয় এই কিডনি পাচার চক্র।
advertisement
এ ব্যাপারে উত্তর দিনাজপুর জেলার মহকুমা শাসক কিংশুক মাইতি জানান, এ ব্যাপারে এক স্যোশাল মিডিয়ায় অভিযোগ করছে । তবে মহিলা যদি কোন ফাঁদে পড়ে থাকেন তবে অবশ্যই লিখিতভাবে অভিযোগ জানাক। তবে আমরা এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেব।
নতুনভাবে আবারও খবরের শিরোনামে বিন্দোল এর জালি পাড়া। একটা সময় পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সক্রিয়তায় বন্ধ হয়ে যায় এই কিডনি পাচার চক্র। তবে নতুন করে আবারো কী সক্রিয় হয়ে উঠছে এই কিডনি পাচার চক্র? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জেলা জুড়ে।
advertisement
——- পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 12, 2024 6:54 PM IST








