কালিম্পং যাওয়ার প্ল্যান রয়েছে? জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য, না হলে দিতে হবে জরিমানা

Last Updated:

Kalimpong: কালিম্পংয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান? যেখানে সেখানে আর এই কাজ করা যাবে না কিন্তু।

কালিম্পং: শৈলশহর দার্জিলিংয়ের ম্যাল সহ ভিড়ে ঠাঁসা এলাকাকে গত বছরই "নো স্মোকিং" জোন হিসেবে ঘোষণা করেছিল পুরসভা। হামরো পার্টি ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যে তা চালু করেছিল।
এখন দার্জিলিং পুরসভা বিজিপিএমের দখলে। সেই আইন বলবৎ আছে কিনা, তা নতুন করে আর ঘোষণা করেননি নতুন পুর চেয়ারম্যান। এরই ফাঁকে নয়া সিদ্ধান্ত স্বাস্থ্য দপ্তরের।
এবার আরও এক পাহাড়ী শহর কালিম্পংও চিহ্নিত হল "নো স্মোকিং" জোন হিসেবে। কালিম্পংয়ের ব্যস্ততম ডম্বরচক, থানা ডারা, ১০ মাইল এবং ইণ্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় ধূমপান নিষেধ। নিষেধাজ্ঞা জারি হল আজ থেকে।
advertisement
advertisement
আরও পড়ুন- কবুতর রঞ্জিত কে চেনেন? শতাধিক পায়রা তাঁর কথাতেই বাংলাদেশ থেকে ফেরে ভারত! জানুন
আজই কালিম্পং শহরজুড়ে ফেস্টুন ফেলল জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান দপ্তর। যেখানে বড় বড় করে লেখা রয়েছে "নো স্মোকিং।" দিন দিন কালিম্পংয়ে বাড়ছে পর্যটকের সংখ্যা। মূলত শহরে দূষণ কমাতেই শহরের প্রধান ব্যস্ততম জায়গাগুলিকে এর আওতাভুক্ত করলো স্বাস্থ্য দপ্তর।
advertisement
শহরের চার জায়গাকে চিহ্নিত করে পড়ল ফেস্টুন, ব্যানার। কালিম্পংয়ের সদা ব্যস্ত জনবহুল চার এলাকাকেই প্রাথমিকভাবে বেছে নিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর।
জেলার এক স্বাস্থ্য কর্তা জানিয়েছেন, দার্জিলিংয়ের পাশাপাশি কালিম্পংয়েও পর্যটকদের ঢল নামছে। প্রকাশ্যে ধূমপান চলছে রাস্তায়। এতে দূষণের পরিমাণ বাড়ছে। একেই তো ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তাই আর জনবহুল এলাকায় ধূমপান নয়। তা বন্ধে ভিজিলেন্স চলবে। নিয়ম ভাঙলেই ২০০ টাকা আর্থিক জরিমানা।
advertisement
একেবারে স্পট ফাইন করবে প্রশাসনিক কর্তারা। সাদা পোশাকে পুলিশ ও প্রশাসনিক কর্তাদের টহলদারি থাকবে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে।
আরও পড়ুন- নানা ধরনের স্ট্যাম্পের সম্ভার! শিলিগুড়ি হেড পোস্ট অফিসে চালু ফিলাটেলিক ব্যুরো
এছাড়া ফ্লাইং টহলদারি চালাবে পুলিশ ও প্রশাসন। এমনকী স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তৎক্ষনাৎ প্রশাসনকে জানানোর আর্জি রাখা হয়েছে। সেক্ষেত্রে অভিযোগকারীর নাম গোপন রাখবে প্রশাসন।
advertisement
আজ স্থানীয় সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরও এ বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি নিয়ম ভাঙলে যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ব্যবসায়ীদের বিরুদ্ধেও, সে বিষয়েও সতর্ক করা হয়।
পার্থপ্রতিম সরকার ও মণি লামা
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
কালিম্পং যাওয়ার প্ল্যান রয়েছে? জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য, না হলে দিতে হবে জরিমানা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement