Abhijit Gangopadhyay: জলপাইগুড়ির ক্যাফেতে হঠাৎ হাজির বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়! খেলেন ফ্রাই মোমো, তুললেন ছবি
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Abhijit Gangopadhyay: কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচারপতি হিসেবে উপস্থিত রয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শহরে 'বই ঠেক খানা' নামে একটি ক্যাফেতে এসে খানিকটা সময় কাটিয়ে গেলেন তিনি।
জলপাইগুড়ি: এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচারপতি হিসেবে উপস্থিত রয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শহরে ‘বই ঠেক খানা’ নামে একটি ক্যাফেতে এসে খানিকটা সময় কাটিয়ে গেলেন তিনি। আকস্মিক এই ঘটনায় উচ্ছ্বসিত সেখানকার কর্মীরা।
‘বই ঠেক খানা’ নামে ক্যাফেতে একদিকে যেমন সুস্বাদু খাবার পাওয়া যায়৷ পাশাপাশি সেখানে বসে দাবা খেলা যায়। গান বাজনা করা যায়। সেখানকার লাইব্রেরিতে বসে বইও পড়া যায়। এই জাতীয় বিভিন্ন সুবিধা একসঙ্গে পাওয়ার জন্য জলপাইগুড়ি শহরের নতুন প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় এই ক্যাফে।
এদিন সন্ধ্যায় আচমকাই ওই ক্যাফেতে হাজির হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এহেন একজন বিখ্যাত মানুষকে সাধারণ মানুষের মতো দেখে হকচকিয়ে যান সেখানকার কর্মী ও উপস্থিত মানুষজনেরা।
advertisement
advertisement
রেস্টুরেন্টে এসে তিনি প্রথমে টেবিলে বসেন। এরপর তিনি একজন সাধারন খদ্দেরের মতো ওই হোটেলের মেনু কার্ড দেখে রেস্টুরেন্টে বিখ্যাত আইটেম ফ্রাই মোমো অর্ডার দেন। আর এতেই আরও অবাক হয়ে যান সেই সময় রেস্টুরেন্টে উপস্থিত থাকা যুবক যুবতীরা।
অর্ডার দেওয়ার পর তিনি সেখানকার লাইব্রেরিতে রাখা বই নিয়ে পড়া শুরু করে দেন। কিছুক্ষন পর অর্ডার সার্ভ করা হলে তিনি টেবিলে বসে ফ্রাই মোমো খান।
advertisement
এরপর আশেপাশে থাকা মানুষজন তার সঙ্গে ছবি তোলার জন্য অনুরোধ করেন। নিরাশ করেননি বিচারপতি। পরে বিল মিটিয়ে দিয়ে চলে যান তিনি। জানা গিয়েছে এদিন প্রায় ৪০ মিনিট মতো সেখানে ছিলেন বিচারপতি।
advertisement
হোটেলের ফ্লোর ম্যানেজার শ্রীবাস সরকার বলেন, ”ব্যাপারটা আমাদের কাছে সারপ্রাইজের মতো। কারণ ওঁর মতো একজন বিশিষ্ট মানুষ আমাদের এখানে আসবেন, তা আমরা কোনও দিন ভাবতেই পারিনি। পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তরফে আমাদের এখানে আগাম টেবিল বুক করা ছিল না। বা উনি আমাদের এখানে আসবেন বলে কেউ জানায়নি। ফলে ওঁকে দেখে আমরা প্রথমে হকচকিয়ে যাই। বিষয়টি একদম স্বপ্নের মতো ছিল। প্রায় ৪০ মিনিট এখানে ছিলেন। উনি চলে যাওয়ার অনেক পরে আমি ধাতস্থ হই।”
advertisement
এদিন ওই সময় উপস্থিত ছিলেন পিযূষ দাস নামে এক কর্মী। তিনি বললেন, ”যাঁকে আমরা টিভিতে খবরের শিরোনামে দেখে থাকি, আজ তিনিই আমাদের এখানে আসবেন, তা আমরা কোনও দিন ভাবতেও পারিনি। উনি আর দশটা সাধারণ মানুষের মতো মেনু দেখে ফ্রাই মোমো অর্ডার দিলেন। এরপর বই পড়লেন। খাবার সার্ভ করা হলে উনি খেলেন। এরপর বিল মিটিয়ে চলে যান। বিচারপতিকে আমরা অনুরোধ করলাম আমাদের সঙ্গে ছবি তোলার জন্য। উনি রাজিও হলেন। বিরল মুহূর্ত আমরা ক্যামেরাবন্দী করে রেখেছি।”
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 14, 2023 11:39 AM IST